Barak UpdatesBreaking News

আশ্বাসের আয়োজনে কিন্নরদের জীবন যন্ত্রণার কথা শুনল সমাজ
Aswash & Navya brings the story of transgenders before the society

২৩ আগস্টঃ কিন্নরদের নিয়ে প্রথমবার এক অনুষ্ঠানের আয়োজন করল শিলচরের একটি বেসরকারি সংস্থা। স্থানীয় গোলদিঘি মলে বৃহস্পতিবার সন্ধ্যায় কিন্নররা যেমন তাঁদের সুবিধা অসুবিধার কথা সবার সঙ্গে ভাগ করে নিলেন, তেমনি অতিথিরাও তাঁদের বক্তব্যে সামাজিক কর্তব্যের প্রসঙ্গ উত্থাপন করেন। নাচ, গান ও বক্তৃতায় সত্যি জমজমাট হয়ে উঠেছিল গোটা অনুষ্ঠান। এ দিন কিন্নরদের সবার জন্য ড্রেস কোডেরও ব্যবস্থা করেছিলেন উদ্যোক্তারা।

Rananuj

এ দিন এই অনুষ্ঠানের আয়োজন করে শিলচরের এনজিও আশ্বাস। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নব্য এনজিও। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ঊদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কণাদ পুরকায়স্থ, দীপায়ন ভট্টাচার্য, ঝলক চক্রবর্তী, ডাঃ মণিকা দেব ও ডিস্ট্রিক্ট লিগ্যাল সেলের বিচারক পার্থ ভট্টাচার্য। প্রথমে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই অতিথিদের আয়োজকদের পক্ষে বরণ করেন কিন্নররা। এমনকি গানেও আয়োজকদের সঙ্গে অংশ নেন কিন্নররা।

প্রত্যেকেই নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। কণাদ পুরকায়স্থ কিন্নরদের সরকারের বিভিন্ন প্রকল্পের কথা এ দিন সভায় বর্ণনা করেন। ডাঃ মণিকা দেব বলেন, কিন্নরদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতার প্রয়োজন রয়েছে। তিনি এ ব্যাপারে সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। পার্থ ভট্টাচার্য আইনি দিক নিয়ে বক্তব্য রাখেন।

তাছাড়া এক কিন্নর নিজের জীবনকে জড়িয়ে বিভিন্ন ঘাত-প্রতিঘাত ইত্যাদি সবার সামনে তুলে ধরেন। সব মিলিয়ে এই অনুষ্ঠানে মোট ৮ জন কিন্নর উপস্থিত ছিলেন। এদের বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সবশেষে একটি ছোট্ট নাটিকাও মঞ্চস্থ করা হয়। এ দিন কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্নরদের জন্য উপহার সামগ্রীও নিয়ে আসে।

প্রসঙ্গত, এ দিন আয়োজকরা কিন্নর সম্প্রদায়ের দুই শিশুর কথাও উল্লেখ করেন। তবে সামাজিক কারণেই তাদের অনুষ্ঠানে নিয়ে আসা হয়নি। আশ্বাস এনজিও-র পক্ষে সাধারণ সম্পাদক অরুন্ধতী গুপ্ত, সহ-সভাপতি পূজা দত্ত পুরকায়স্থ এ দিন এই দুই শিশুর পড়াশোনার খরচ বহন করার অঙ্গীকার করেন।

তাঁরা জানান, সমাজের কারণেই কিন্নরদের অনেকের পড়াশোনা এগোয়নি। কারণ অনেকক্ষেত্রে কিন্নরদের স্কুলে আলাদাভাবে ব্যবহার করা হতো। ফলে এদের মধ্যে নিরক্ষর যেমন রয়েছেন, তেমনি স্নাতক উত্তীর্ণও আছেন। আশ্বাস মনে করে, কিন্নরদের ব্যাপারে আরও জনসচেতনতার প্রয়োজন রয়েছে। তাছাড়া নিরক্ষরদের জন্য প্রতি রবিবার শিক্ষাদানের ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছে সংস্থা।

Also Read: Aswash & Navya to hold event on issues of transgender at Goldighi Mall on 22 August

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker