Barak UpdatesBreaking News
শিলচরে বৈঠক করে বাণিজ্যিক সম্পর্কে জোর দিলেন বাংলাদেশের সহকারি হাই কমিশনারAsstt High Commissioner of Bangladesh laid stress on trade relation in a meeting held at Silchar
২০ মে : বরাক উপত্যকা ও বাংলাদেশের মধ্যে ব্যবসার সম্পর্ক আরও চাঙ্গা করে তুলতে শিলচরে বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সোমবার এক বৈঠক করলেন বাংলাদেশের সহকারি হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর। শিলচর ক্লাব রোডের হোটেল ইলোরা হেরিটেজে এ দিন আলোচনায় বসে তিনি মূলত দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত্তিতেই জোর দিয়েছেন। তাছাড়া বাংলাদেশের সঙ্গে বরাক উপত্যকার মানুষের বাণিজ্য, সংস্কৃতি ও অন্যান্য বিষয়ে আদান-প্রদানের কথাও বলেছেন তিনি।
এই ব্যবসায়িক সম্পর্ককে একটি রূপ দিতে তানভীর মনসুর এ দিন বিজনেস ডিরেক্টরি প্রকাশের কথা বলেন। তাঁর কথায়, এই ডিরেক্টরি তৈরি হলে একটি সুনির্দিষ্ট পথে ব্যবসায়িক আদান-প্রদান হবে। এই ডিরেক্টরিতে বিভিন্ন পেশার লোককে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, এ অঞ্চলের বিভিন্ন সামগ্রীর চাহিদা যেমন বাংলাদেশের রয়েছে, তেমনি বাংলাদেশের সামগ্রীও এখানে অনেকেই পছন্দ করেন।
এই বৈঠকে শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী বুধমল বৈদ, স্বর্ণালী চৌধুরী, মিহিরলাল রায়, জিরিবামের বিধায়ক আসাদ উদ্দিন, সুজিত কুমার দাস, কিশোর কুমার ভট্টাচার্য প্রমুখ অংশ নেন। অনেকেই দু’দেশের মধ্যে আসা যাওয়ার বিষয়টি আরও সহজতর করে তোলার ওপর জোর দিয়েছেন।