Barak UpdatesBreaking News
করিমগঞ্জে কাজ দেখল বিধানসভার এস্টিমেট কমিটিAssembly Estimate Committee examines project works at Karimganj
১১ জুলাই : রাজ্য বিধানসভার এস্টিমেট কমিটি বৃহস্পতিবার করিমগঞ্জের কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন সরজমিনে প্রত্যক্ষ করেছেন। করিমগঞ্জ শহরের ব্রজেন্দ্রনগর এলাকায় নির্মীয়মান ইনডোর স্টেডিয়াম ও সুইমিং পুলের গুণগত মান চেয়ারম্যান বৃন্দাবন গোস্বামীর নেতৃত্বে কমিটির সদস্যরা ঘুরে দেখেছেন। এরপর দলটি মালুয়া শ্রীগৌরী জিপির ওমরপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত লাকি দেবের ঘরটি পরিদর্শন করেন। কমিটির সদস্যরা এরপর বদরপুরের আলেখারগুলে নির্মিত মাছ বিক্রয়ের শেডটির কাজ দেখেন।
উল্লেখ্য ব্রজেন্দ্রনগরে নির্মীয়মান ইনডোর স্টেডিয়ামটির জন্য ৪ কোটি ও সুইমিং পুলের জন্য ২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কমিটির অন্য বিধায়ক সদস্যদের মধ্যে এই সফরে ছিলেন আমিনুল হক লস্কর, জাকির হোসেন সিকন্দর, আমিনুল ইসলাম, জামাল উদ্দিন আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ, গোবিন্দ্রনাথ দাস, আবুল কালাম আজাদ প্রমুখ। এই সফরকালে ভারপ্রাপ্ত জেলাশাসক রনজিত কুমার লস্কর, জেলা পরিষদের সিইও অমলেন্দু রায় এস্টিমেট কমিটির সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন।