Barak UpdatesBreaking News
এবিভিপি-র দাবিতে স্নাতক পরীক্ষা পিছোল বিশ্ববিদ্যালয়Assam University surrenders to students’ demand, postpones TDC Exam
তাদের যুক্তি ছিল, ওড সেমিস্টারের পরীক্ষা শেষ হতেই জানুয়ারি পেরিয়ে যায়। ফলে তিনমাসেরও কম সময়ে পরবর্তী সেমিস্টারের জন্য প্রস্তুতি নেওয়া কষ্টকর। উপাচার্যের মতামত নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে তাদের জানিয়েছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. দত্তরায়।
কিছুক্ষণ পরই অবশ্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ থেকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়। তাতে জানানো হয়েছে, ছাত্রদের দাবি মেনে স্নাতন ইভেন সেমিস্টারের পরীক্ষা (সিবিসিএস বহির্ভূত) পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুরু হচ্ছে না। আগে এই পরীক্ষা ৬ মে শুরু হওয়ার কথা ছিল। নতুন রুটিন শীঘ্র প্রকাশ করা হবে ড. দত্তরায় জানিয়েছেন। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএড এবং এলএলবি পরীক্ষা যথারীতি পূর্ব সূচি অনুসারে চলবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর, স্নাতক, সুসংহত পাঠক্রম ও বৃত্তিমূলক কোর্সের পরীক্ষা আগামী ১০ মে শুরু হবে। এ সবের রুটিনও শীঘ্র প্রকাশ করা হবে। প্রসঙ্গত, ইভেন সেমিস্টারের পরীক্ষা সম্পর্কে এত কথা জানানো হলেও ওড সেমিস্টারের ফলাফল সম্পর্কে পরীক্ষা নিয়ন্ত্রক নীরব। বিদ্যার্থী পরিষদ প্রতিনিধিদেরও সাধারণ উত্তর দেন যে, দ্রুত ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।