NE UpdatesBarak UpdatesIndia & World Updates

অনলাইনে অংশ নিতে না চাইলে কনভোকেশন ফি ফিরিয়ে দেবে বিশ্ববিদ্যালয়
Assam Univ to return convocation fees of those who are unwilling to attend it online

২ ডিসেম্বর: আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে এ বার শুধু ডিলিট-পিএইচডি এবং বিভিন্ন বিভাগের স্বর্ণপদক জয়ীদেরই মঞ্চে ডেকে ডিগ্রি প্রদান করা হবে৷ বাকিরা শুধু মঞ্চে গিয়ে ডিগ্রি গ্রহণের সুযোগ হচ্ছেন, এমন নয়, সমাবর্তন উৎসবেই তাঁরা উপস্থিত হতে পারবেন না৷ অনলাইনে ঘরে বসে উৎসব উপভোগ করতে বলা হয়েছে৷ যারা কনভোকেশনে উপস্থিত থাকার জন্য ফি জমা করেছেন, তাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লিঙ্ক পাঠানো হবে৷

এ নিয়ে একাংশ ছাত্রের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ এর পরই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, যারা অনলাইনে অংশ নিতে আগ্রহী নন, তাদের কনভোকেশন ফি-র দেড় হাজার টাকার পুরোটাই ফিরিয়ে দেওয়া হবে৷ সে জন্য তাদের নির্ধারিত বয়ানে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে৷ পাঠাতে হবে ausconvocation@gmail.com -এ৷ সমাবর্তন উৎসব শেষ হওয়ার তিন মাসের মধ্যে ছাত্রদের ব্যাঙ্ক  অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছে যাবে, জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. পিকে নাথ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker