Barak UpdatesAnalyticsBreaking News
বিলপার আশ্রম রোডেও বাড়িতে থেকে করোনা চিকিৎসা, বাসিন্দাদের সবুজ সংকেত
৩ আগস্ট : গত রবিবার সব রকমের সামাজিক দূরত্ব বজায় রেখে এক আলোচনা চক্রের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন শিলচর শহরাঞ্চলের বিলপার আশ্রম রোড উন্নয়ন সংস্থার সদস্যরা। এলাকার বাসিন্দারা সিদ্ধান্ত নেন, যদি এলাকায় বসবাসকারীদের মধ্যে কেউ আগামী দিনে করোনা রোগে আক্রান্ত হলে তিনি নিজের বাড়িতে থেকেই চিকিৎসা করাতে পারবেন। এতে নাগরিকদের পূর্ণ সমর্থন থাকবে বা কোনও ধরনের আপত্তি থাকবে না।
প্রসঙ্গত, শিলচর শহরাঞ্চলে যে ভাবে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাতে হাসপাতালে রোগীকে রেখে চিকিৎসা করা বর্তমানে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের চাপ একটু হালকা করার জন্য এবং অনেক রোগাক্রান্ত রোগীর আত্মীয় পরিজনদের অনুরোধে অসম সরকার নতুন নির্দেশিকা জারি করে বলেছে, যদি পজিটিভ কোনও রোগী উপসর্গহীন হন এবং এলাকার বাসিন্দাদের যদি আপত্তি না থাকে তাহলে ওই মানুষটি স্বাস্থ্য বিভাগের কিছু নির্দেশাবলী মেনে নিজের বাড়ি থেকেই চিকিৎসা করাতে পারবেন।
সংস্থার সাধারণ সম্পাদক শান্তনু রায় জানিয়েছেন, এই অতিমারী মোকাবিলায় প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ বিলপার আশ্রম রোড উন্নয়ন সংস্থা।