NE UpdatesAnalyticsBreaking News
শুক্রবার সরকারি ছুটি, অনুমোদন ক্যাবিনেট কমিটির
Assam Cabinet declares holiday on Friday

১৬ সেপ্টেম্বর : নতুন ছুটির দিন ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার আসামে সরকারি ছুটির দিন। করম পূজা উপলক্ষে এ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই বন্ধ শুধুমাত্র চলতি বছরের জন্যই। এ দিন ক্যাবিনেট বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বলেন, চা বাগান অঞ্চলের মানুষ অনেক দিন ধরেই বলে আসছেন, করম পূজা তাঁদের একটি বড় পার্বণ। তাঁদের বহুদিনের দাবি ছিল, এই করম পূজার দিনটি যেন বন্ধ ঘোষণা করা হয়। সেজন্য শুক্রবার করম পূজা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী এও বলেন, এ বছরের জন্য এই ছুটির দিন অনুমোদন করা হয়েছে। তবে আগামী বছরে হবে কি না, তা পরবর্তীতে ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে।