Barak UpdatesBreaking News

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে মঙ্গলবার অসম বনধের ডাক
Assam bandh convened on Tuesday against Citizenship Bill

২১ অক্টোবরঃ আগামী ২৩ অক্টোবর অসম বনধের ডাক দিয়েছে কৃষকমুক্তি সংগ্রাম সমিতি। সে দিনই মিরাটে নাগরিকত্ব বিল সংশোধনী সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। অনুমান করা হচ্ছে, ওই বৈঠকে তাদের প্রতিবেদন চূড়ান্ত করা হবে। আসন্ন শীতকালীন অধিবেশনেই বিলটি ফের সংসদে পেশের উদ্যোগ নিচ্ছে গেরুয়া বাহিনী। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির দাবি, এই সংশোধনী গৃহীত হলে নিজেদের রাজ্যে অসমিয়াদের অস্তিত্ব বিপন্ন হবে। তাই তারা ২৩ অক্টোবর রাজ্যের সমস্ত সড়ক, রেল, অফিস-আদালত সহ সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। কংগ্রেসও তাতে সমর্থন দিয়েছে। অগপ জানিয়েছে, ২৩ অক্টোবর মীরটে গিয়ে যৌথ সংসদীয় কমিটির সঙ্গে দেখা করবেন তাঁরা। বিজেপি এই বনধকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে। তাঁদের বক্তব্য, হিন্দুরা ভারতে বিদেশি হতে পারেন না। বাংলাদেশি মুসলমানদের আগ্রাসনেই রাজ্যের ভূমিপুত্ররা বিপন্ন। বিজেপি সভাপতি রঞ্জিত দাস বনধ ব্যর্থ করার জন্য সকলের উদ্দেশে আহ্বান জানান।

অন্যদিকে, নাগরিকত্ব বিল দ্রুত আইনে পরিণত করার দাবিতে ও এনআরসি ইস্যুতে বাঙালিদের হয়রানির প্রতিবাদে ১৭ নভেম্বর গুয়াহাটি খানাপাড়ায় ২৭টি বাঙালি সংগঠন জোট বেঁধে গণ-সমাবেশের ডাক দিয়েছে। আলোচনাপন্থী আলফা, কৃষকমুক্তি সংগ্রাম সমিতি-সহ রাজ্যের ৪৬টি সংগঠন এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়েছে।

যৌথ মঞ্চ দাবি করেছে, ১৭ নভেম্বরের প্রস্তাবিত গণ সমাবেশ বাতিল করতে হবে। তারা রাজ্য সরকারকে সে জন্য ১ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে বাঙালি সমাবেশ বাতিল না হলে ১৬-১৭ নভেম্বর রাজ্যে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছেন তারা।  কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ দাবি করেন, বাঙালি ও অসমিয়াদের মধ্যে সংঘাত তৈরির জন্যই ওই সমাবেশের আয়োজন করা হয়েছে।

October 21: Krishak Mukti Sangram Samiti has given a call for Assam Bandh on 23 October. On that day, a joint Parliamentary Committee meeting has been convened at Meerut regarding Citizenship Amendment Bill. It is expected that the committee will finalise their report on that day. The saffron brigade seems to be all prepared to raise this bill in the winter session of the parliament.

Krishak Mukti Sangram Samiti is of the view that this bill is detrimental to the interest of Assam as the existence of the Assamese will be at stake as result of this bill. As such, they have called for a complete shut down of the state on 23 October. The Samiti has also received the support of the Congress on this issue.

Meanwhile, AGP has informed that they will meet the Joint Parliamentary Committee at Meerut on 23 October. BJP has termed this bandh as politically motivated. They are of the view that the Hindus cannot be foreigners in India. The existence of those who claims themselves as son of the soil are at stake due to the influx of the Muslims. BJP state President, Ranjit Das has appealed to all to foil the said bandh.

On the other hand, 27 Bengali Associations have given a call for a mass convention at Khanapara, Guwahati on 17 November in demand of speedy approval of the Citizenship Amendment Bill and to stop harassing the Bengalis in the name of NRC. In opposition to this move of the Bengalis, Krishak Mukti Sangram Samiti along with 45 other organizations has united together. Their main demand is that the Bengali organizations must cancel their mass convention of 17 November. For this, they have given a ultimatum till 1 November. It was further asserted that if this mass convention is not suspended by the Bengali organizations, then they will raise a wave of protest. Akhil Gogoi, leader of the Krishak Mukti Sangram Samiti said that this a a dirty plan to create a division between the Assamese and the Bengalis.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker