India & World UpdatesBreaking News
আসাম বিধানসভার অধিবেশন শুরু ১৮ জুলাই
Assam Assembly session to start from 18 July

২২ জুনঃ আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে আসাম বিধানসভার বর্ষাকালীন অধিবেশন। রাজ্যপাল জগদীশ মুখি এই বিজ্ঞপ্তি জারি করেছেন। তবে এই অধিবেশন কতদিন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। ৪-৫ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে ক’দিন ধরে চলবে এই অধিবেশন। অবশ্য এবারে অধিবেশন খুব কম দিনের হবে, কারণ আগামী ৩১ জুলাই প্রকাশ হবে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। ফলে এর আগেই শেষ হবে অধিবেশন।