Barak UpdatesBreaking News

বিশিষ্ট চিকিৎসক ডাঃ অরূপ কুমার ভট্টাচার্য প্রয়াত
Eminent physician Dr. Arup Bhattacharjee expired

৮ ডিসেম্বর ঃ শিলচর শহর তথা বরাক উপত্যকার বিশিষ্ট চিকিৎসক ডাঃ অরূপ কুমার ভট্টাচার্য শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে তাঁর অম্বিকাপট্টির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর পরিবার সূত্রে বলা হয়েছে, ফুসফুসের ক্যান্সার হওয়ায় গত দু’বছর থেকে অসুস্থ থাকার পর শনিবার সকালে তিনি মারা গিয়েছেন। ডাঃ অরূপ ভট্টাচার্য ১৯৯৬ সালে অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে অবসর নেন। তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে।

১৯৩৮ সালে ডাঃ অরূপ ভট্টাচার্য শিলঙে জন্মগ্রহণ করেন। তিনি ডিব্রুগড়ের আসাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ও এমডি ডিগ্রি পান। তিনি একই কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর অবশ্য তিনি শিলচর মেডিক্যাল কলেজে চলে আসেন। এখানে তিনি ১৯৯৬ সাল পর্যন্ত সুনামের সঙ্গে কর্মজীবন শেষ করেন। তিনি শিলচর মেডিক্যাল কলেজে মেডিসিন বিভাগের প্রধান ছিলেন। পরে কলেজের উপাধ্যক্ষ হিসেবে অবসর নেন। তাঁর ছেলে অনুপ কুমার ভট্টাচার্য শহরের একজন প্রতিষ্ঠিত চর্ম রোগ বিশেষজ্ঞ। তাঁর দুই মেয়েও পেশায় চিকিৎসক। বিয়ের পর তাঁরা বর্তমানে কলকাতায় রয়েছেন।
এ দিন সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়েই তাঁকে শেষ দেখা দেখতে বাড়িতে ছুটে গেছেন তাঁর আত্মীয়-বন্ধু, ছাত্রছাত্রী, সহকর্মী ও অন্যরা। শিলচর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

December 8: Eminent physician Dr. Arup Kumar Bhattacharjee breathed his last at 8.45 in the morning on Saturday at his residence at Ambicapatty Silchar. He was 80-year old. Family sources revealed that he died of lung cancer after battling with life for more than 2 years.  Dr. Arup Bhattacharjee retired from Silchar Medical College and Hospital as Professor and Vice Principal in the year 1996. He is survived by his wife, one son and two daughters.

Dr. Arup Bhattacharjee was born in Shillong in the year 1938. He did his MBBS and MD from Assam Medical College, Dibrugarh. He started his professional life as Assistant Professor at Assam Medical College, Dibrugarh. Later on, he shifted to Silchar Medical College and Hospital where he served with immense reputation till 1996. He was the Professor and Head of the Department of Medicine at SMCH. He retire as the Vice Principal of SMCH. His son Anup Kumar Bhattacharjee is a renowned Dermatologist. His two daughters are also doctors and are married in Kolkata.

A large number of persons went to his house in the morning when the news of his death was known. His death was mourned by his colleagues, students, relatives and many others who were acquainted with Dr. Bhattacharjee.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker