NE UpdatesIndia & World UpdatesBreaking News
Artists & Intellectuals of Assam to boycott Filmfare Awards in Guwahatiফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বর্জনের আহ্বান আসামের শিল্পী-বুদ্ধিজীবীদের
২৮ জানুয়ারি : গুয়াহাটিতে অনুষ্ঠেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২০ বর্জনের আহ্বান জানালেন শিল্পী, সাংবাদিক ও বুদ্ধিজীবী সমাজ। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে এই মেগা অনুষ্ঠান। মঙ্গলবার গুয়াহাটি প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠক করে প্রবীণ আইনজীবী অরূপ বরবরা বলেন, নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের সময় এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, ফিল্মফেয়ার ম্যাগাজিন আজকের দিনে মৃতপ্রায়। দেশের কোনও রাজ্য সরকার ফিল্মফেয়ার পুরস্কার প্রদান অনুষ্ঠানটি স্পনসর করার নজির নেই। বরবরার মতে, এই অনুষ্ঠান আয়োজন করায় বণিক গোষ্ঠী আসাম থেকে ২০০ কোটি টাকা নিয়ে চলে যাবে। কোনও সুস্থ সংস্কৃতির পরিবর্তে সস্তা নৃত্য-গীতের অনুষ্ঠান থাকবে। এই ফিল্মফেয়ার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, আসাম তথা ভারতের সংস্কৃতির বাহক নয় এই ফিল্মফেয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সরকারের বর্জন করা উচিত। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে এই অনুষ্ঠান অসমের জনগণকে বর্জন করার আহ্বান জানান তিনি।
জনপ্রিয় অভিনেতা রবি শর্মা বলেছেন, কা বিরোধী আন্দোলনে মৃতদের দেখার খুব বেশিদিন আমাদের হয়নি। ফলে এ ধরনের অনুষ্ঠান এখনই হওয়াটা মোটেই কাম্য নয়। জনপ্রিয় অভিনেত্রী জেরিফা ওয়াহিদ বলেছেন, ফিল্মফেয়ার অনুষ্ঠানে আসামের শিল্পী সমাজের অংশগ্রহণ থাকবে না। কারণ এই অনুষ্ঠানে আসামের শিল্পীদের কোনও অগ্রাধিকার দেওয়া হয়নি।