India & World UpdatesBreaking News

রাজ্যের কেন্দ্রীয় অনুষ্ঠানে ১০ হাজার মানুষের যোগাভ্যাস, যোগচর্চায় মুখ্যমন্ত্রীও
Around 10 thousand people along with CM Sonowal attend the Yoda Day programme at Guwahati

২১ জুন : পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে আসামেও কেন্দ্রীয়ভাবে এই দিনটি উদযাপন করা হয়েছে। ‘সুস্থ হৃদযন্ত্রের জন্য যোগ দিবস’ এই শিরোনামকে সামনে রেখে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে অনুষ্ঠিত যোগ দিবসে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ৫৫ মিনিট সময় ধরে প্রায় ১০ হাজার মানুষের সঙ্গে একসঙ্গে ব্যায়াম করেছেন মুখ্যমন্ত্রী।

Rananuj

 

এই যুব দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা, আইন উপদেষ্টা শান্তনু ভরালি, মুখ্যসচিব অলোক কুমার, ডিজিপি কুলধর শইকিয়া, পুলিশ কমিশনার দীপক কুমার, কামরূপ মহানগরের জেলাশাসক বিশ্বজিত পেগু সহ উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক যোগ সমিতি ও ব্যক্তিগত সংস্থা সহ প্রায় ১০ হাজার মানুষ একসঙ্গে যোগ ব্যায়াম করেছেন। যোগগুরু হিসেবে উপস্থিত ছিলেন স্বামী জি রবিশংকর।

প্রসঙ্গত, যোগ ব্যায়াম শুরু হওয়ার আগে যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। অন্যদিকে এই যোগ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে সম্বোধন করে মুখ্যমন্ত্রী সনোয়াল বলেছেন, এক পঞ্চায়েত থেকে আরেক পঞ্চায়েতে যোগ ব্যায়াম নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এর সঙ্গে যারাই যুক্ত হবেন তারাই লাভবান হবেন। তিনি আরও বলেন, সুস্থ হৃদযন্ত্রের জন্য এ বার যোগ দিবস উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী শুধুমাত্র দেশের বুকেই নয়, সারা বিশ্বে সুস্থ বাতাবরণ সৃষ্টি করার ক্ষেত্রে সক্ষম হয়েছেন। প্রতিটি জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ ব্যায়াম করার জন্য এগিয়ে এসেছেন। এজন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker