India & World UpdatesBreaking News

সেনা জওয়ানকে অপহরণ করেনি জঙ্গিরা, জানাল প্রতিরক্ষা মন্ত্রক
Army jawan was not kidnapped by militants, informs Defence Ministry

৯ মার্চ : কাশ্মীরে নিজের বাড়িতে ছুটি কাটাতে আসা সেনা জওয়ান ইয়াসিন ভাটকে জঙ্গিরা অপহরণ করেনি। তিনি নিজের বাড়িতে ঠিকভাবেই রয়েছেন। শনিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, মহম্মদ ইয়াসিন ভাটের অপহরণের খবরটি ভিত্তিহীন। তিনি এক মাসের ছুটিতে নিজের বাড়িতে রয়েছেন। শনিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে টুইট করে এ কথা জানানো হয়। বলা হয়, ইয়াসিন ভাটের নিখোঁজ হওয়ার খবরটি মিথ্যা। তিনি বাড়িতেই রয়েছেন।
এ দিকে শুক্রবার সন্ধ্যায় তার বাড়িতে ঢুকে তাকে জঙ্গিরা তুলে নিয়ে গেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। বুদগাম জেলার কাজিপোরা চাদুরে ঘটে ঘটনাটি। প্রকাশিত খবরে বলা হয়েছিল, একদল অজ্ঞাতপরিচয় জঙ্গি তাঁর বাড়িতে ঢুকে পড়ে। এরপর বন্দুকের মুখে জোর করে তাঁকে তুলে নিয়ে যায়। এরপরই সেনার একটি দল তল্লাশিতে নামে। কাশ্মীর পুলিশও একটি যৌথ দল গঠন করে তদন্তে নামে।
প্রসঙ্গত, গত বছর ঈদের সময় বাড়ি ফেরার পথে ঔরঙ্গজেব নামের এক জওয়ানকে অপহরণ করে নিয়ে যায় জঙ্গিরা। কিছুদিন পর তাঁর লাশ উদ্ধার হয়। সেসময় ঘটনার দায় স্বীকার করেছিল হিজবুল মুজাহিদিন। ফলে এ বার আরও এক জওয়ানের অপহরণের খবরে খুব তাড়াতাড়ি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker