Barak UpdatesBreaking News
বরাকে অস্ত্র ঢুকছে, উদ্বিগ্ন পরিমল, ১ জঙ্গি শনাক্তArms entering Assam, Parimal worried, 1 militant identified
পুলিশ সুপার রাকেশ রৌশন জানান, বিভিন্ন সূত্রে তাঁরা নিশ্চিত, দুইজনই জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট (জেডইউএফ)-এর ক্যাডার। আরও কেউ সঙ্গে ছিল কি না, তা জানতে বৃহত্তর এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চলছে।
এ দিকে, রাজ্যের বন, মতস্য ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, এই ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে, এই অঞ্চলেও অস্ত্র ঢুকছে। বিষয়টি বড় উদ্বেগের। তাঁর কথায়, বেআইনি অস্ত্র মজুত সম্ভব হয়েছিল বলেই তিনসুকিয়ার ঘটনা সম্ভব হয়েছে। তাই বরাকে এই ব্যাপারটি নিয়ে গুরুত্বের সঙ্গে ভেবে দেখা দরকার।
In this regard, Police Super Rakesh Roushan has informed that on the basis of the information they have gathered from various sources, they are certain that the two militants were cadres of Jaliangrong United Front (JUF). Police are conducting comb operation at Harinagar and its surroundings to find out if there were any other accomplishes of the two dead militants.
Meanwhile, State Minister, Parimal Suklabaidya has expressed concern and said that the incident which occurred at Harinagar on Saturday proves that arms are being smuggled into this region. He said that the incident of brutal killing of the 5 Bengalis at Tinsukia became possible only because of the presence of illegal arms. As such, he urged upon the police to look into this matter quite seriously.