India & World UpdatesBreaking News

যিশু-শুভাশিসকে রেখে পত্রিকার আদলে মহালয়ার পোস্টার, মুক্তি ১ মার্চ

১৩ ফেব্রুয়ারি : বীরেন্দ্রকৃষ্ণের বদলে উত্তম, উত্তাল বাংলা। পত্রিকার একটি শিরোনাম। এই ঘটনার প্রেক্ষিতেই একসময় উত্তাল হয়ে উঠেছিল বাংলা। আকাশবাণীকে শেষপর্যন্ত তার সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। সেই ঘটনাটি আজ এক কাহিনি। এ নিয়ে তৈরি হয়েছে আস্ত একটি ছবি। নাম, মহালয়া। পরিচালক সৌমিক হালদার। এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১ মার্চ।

Rananuj

কী ছিল ঘটনাটি? ছবির কাহিনিই বা কী? মহালয়ার সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুর মর্দিনী’ শুনতে আমরা অভ্যস্ত। সে সময়ে আকাশবাণী থেকে প্রচারিত এই অনুষ্ঠানটি সবার পছন্দের ছিল। কিন্তু ১৯৭৬ সালে হঠাত করেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবর্তে উত্তমকুমারকে দিয়ে মহালয়ার পাঠ করানোর কথা ভাবা হয়। মহিষাসুর মর্দিনী-র বদলে ওই বছর সম্প্রচারিত হয় ‘দুর্গা দুর্গতিনাশিনী’। পাঠ করেন উত্তম কুমার। সে সময় সোশ্যাল মিডিয়ার দাপট ছিল না। কিন্তু আকাশবাণীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ আছড়ে পড়ে। জনগণ তা প্রত্যাখ্যান করেন। শেষমেশ আকাশবাণীকে আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকেই ফিরিয়ে আনতে হয়।

প্রসেনজিতের প্রযোজনা সংস্থা এন আইডিয়াজ এই ছবিটি নির্মাণ করছে। ছবির পরিচালক সৌমিক হালদার। ছবিতে বীরেন্দ্রকৃষ্ণের ভূমিকায় রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। উত্তম কুমারের চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। মঙ্গলবার ছবিটির প্রথম পোস্টার মুক্তি পায়। এটি তৈরি করা হয়েছে একটি খবরের কাগজের আদলে।

এই পোস্টার বা ছবির ঝলক দেখলেই বোঝা যায়, এটি অনেকের পুরনো স্মৃতিকে তাজা করে তুলবে। যে ট্রেলারটি রয়েছে, সেটি শুরু হয়েছে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের সংলাপ দিয়ে। প্রসঙ্গত, গত বছর এনআইডিয়াজ ৬টি ছবি নির্মাণের কথা ঘোষণা করেছিল। মহালয়া সেই তালিকার দ্বিতীয় ছবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker