India & World UpdatesHappeningsBreaking News
অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললেও ৩০ জুন পর্যন্ত সার্ভিস চার্জ নয়, জানাল এসবিআই
১৬ এপ্রিল : ভারতীয় স্টেট ব্যাংক গ্রাহকদের বড় ধরনের স্বস্তি দিল। আগামী আরও কিছুদিন ব্যাংক এটিএম-র মাধ্যমে লেনদেনের জন্য গ্রাহকদের কাছ থেকে সার্ভিস চার্জ নেবে না। এই বিশেষ সুবিধার আওতায় এসবিআই গ্রাহকদের অন্য কোনও ব্যাংকের এটিএম-এ গেলেও আগামী ৩০ জুন পর্যন্ত কোনও সার্ভিস চার্জ দিতে হবে না।
১৫ এপ্রিল এসবিআই নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছে। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে গত ২৪ মার্চ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা অনুযায়ী, এসবিআই-এর এটিএম ও অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে লেনদেনের জন্য গ্রাহকদের কাছ থেকে কোনও এটিএম শুল্ক না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, কোনও গ্রাহক যদি শুল্কহীন লেনদেনের নির্দিষ্ট সংখ্যার চেয়েও বেশি লেনদেন করে থাকেন, তাসত্ত্বেও ৩০ জুন পর্যন্ত এ সুবিধা পাবেন অর্থাৎ এই লেনদেনের জন্য গ্রাহকদের কোনও সার্ভিস চার্জ দিতে হবে না।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গ্রাহকদের সুবিধার জন্য বলেছিলেন যে, একজন ব্যাংকের গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাংক ছাড়া অন্য কোনও ব্যাংকের এটিএম ব্যবহার করলে আগামী তিন মাস অর্থাৎ ৩০ জুন পর্যন্ত কোনও সার্ভিস চার্জ দিতে হবে না। ডেবিট কার্ড হোল্ডাররা যেকোনও অন্য ব্যাংক থেকে চার্জ ছাড়া নগদ অর্থ তুলতে পারবেন। করোনা মহামারির প্রকোপের জন্য অর্থমন্ত্রী এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।