India & World UpdatesAnalyticsBreaking News
দেশের বিভিন্ন স্থানে ৪০৭ টন মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ বিমান মন্ত্রকের
১৫ এপ্রিল : এয়ার ইন্ডিয়া, এয়ার ফোর্স ও বেসরকারি বিমান সংস্থাগুলো দেশের বিভিন্ন প্রান্তে ৪০৭ টন মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ সরবরাহ করেছে। লকডাউন চলাকালীন ভারতের বিভিন্ন অঞ্চলে গত কিছুদিন ধরে ভারতের বিমান সংস্থাগুলো যুদ্ধকালীন পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে যাচ্ছে। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ‘লাইফলাইন উড়ান’ প্রকল্পের আওতায় ১৩ এপ্রিল পর্যন্ত দেশের ভেতরে মেডিক্যাল এয়ার-কার্গোর মাধ্যমে ২২৭টি বিমান ব্যবহার করে ৪০৭ টনেরও বেশি মেডিক্যাল সামগ্রী পরিবহণ করা হয়েছে।
কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকেও এক বিবৃতিতে বলা হয়েছে, লাইফলাইন উড়ান প্রকল্পের আওতায় এয়ার ইন্ডিয়া, এলায়েন্স এয়ার, ইন্ডিয়ান এয়ার ফোর্স ও বেসরকারি বিমান সংস্থাগুলোর ২২৭টি বিমান ব্যবহার করা হয়েছে। এর মধ্যে এয়ার ইন্ডিয়া ও এলায়েন্স এয়ারের ১৩৮টি বিমান ছিল। কার্গো বিমানে ৪০৭.৪০ টন মাল পরিবহণ করা হয়েছে। মন্ত্রক বিবৃতিতে এও জানিয়েছে, এই বিমানগুলো মোট ২ লক্ষ ২০ হাজার ১২৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।