Barak UpdatesBreaking News

রাহুল রায়কে দল থেকে বের করে দিল কংগ্রেস
APCC suspends Rahul Roy from primary membership of Congress

১৯ জানুয়ারিঃ হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিতেই রাহুল রায়কে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে দিল কংগ্রেস। দলের প্রদেশ সাধারণ সম্পাদক শৈলেন বরা এই নির্দেশে স্বাক্ষর করে জানিয়েছেন, দলবিরোধী কার্যকলাপের জন্যই এই সিদ্ধান্ত। নাগরিকত্ব সংশোধনী বিলে দলের বিরোধিতা মানতে না পেরে তিনি ইস্তফা দিয়েছেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেছিলেন রাহুলবাবু। এতেই ক্ষিপ্ত হয়ে দল তাঁকে প্রাথমিক সদস্য পদ থেকে বরখাস্ত করে। শনিবার রাতের নির্দেশে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়ে রাহুল রায় দলের ভাবমূর্তি ম্লান করেছেন।

Rananuj

প্রসঙ্গত, আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুলবাবু রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র। গৌতমবাবুও নাগরিকত্ব বিল ইস্যুতে দলের বিরুদ্ধাচরণই করেছেন। তিনি বিলের সমর্থন জানিয়েছেন। দল অবশ্য এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।

এ দিকে, এ দিনের ঘটনাপ্রবাহ পিতা-পুত্রের বিজেপিতে যোগদানের গুঞ্জনকে ভিন্নমাত্রা দিল। বিজেপির স্থানীয় নেতৃত্ব অবশ্য আগের মতই এই ধরনের সম্ভাবনার কথা অস্বীকার করেছেন।


January 19: In an important development, Rahul Roy, former President of Hailakandi District Congress Committee was suspended from the primary membership of Indian National Congress (INC) with immediate effect for indulging in anti-party activities. Sailen Bora, General Secretary (Administration) of Assam Pradesh Congress Committee (APCC) issued this office order on Saturday.

It needs mention here that former MLA and Hailakandi District Congress Committee president, Rahul Roy has tendered his resigned from the party to support the Centre’s proposed Citizenship (Amendment) Bill, 2016. The Congress leader submitted his resignation letter to Assam Pradesh Congress Committee (APCC) President Ripun Bora on Saturday. Rahul Roy is the son of Congress heavy weight leader Gautam Roy.

The suspension letter issued by APCC further stated that Rahul has damaged the image of the party by making public statements on the issue of Citizenship (Amendment) Bill, 2016. The order stated, “Shri Rahul Roy made staements against Hon’ble President of Assam Pradesh Congress Committee and the Congress Party by distorting the stand of Congress Party on Citizenship (Amendment) Bill, 2016.” The said order was issued with the approval of the President of Assam Pradesh Congress Committee

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker