India & World UpdatesBreaking News
সৌমিত্রর সঙ্গে অনুপম হাজরাকে বহিষ্কার করল তৃণমূলAnupam Hazra along with Soumitra ousted from TMC
৯ জানুয়ারিঃ সৌমিত্র খানের বিজেপিতে যোগ দেওয়ার খবর চাউর হতেই তাঁকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। একই আশঙ্কায় আগেভাগে দলবিরোধী কাজের অভিযোগ এনে অনুপম হাজরাকে ছেঁটে দিয়েছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, অনেকদিন অনুপমকে সতর্ক করা হচ্ছিল। ফেসবুক সহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় যা-তা মন্তব্য করে যাচ্ছিল। সতর্কতার পরও শোধরাননি। তাই ব্যবস্থা নিতে হল। আর সৌমিত্র খান এক বছরের বেশি সময় ধরে দলের সঙ্গে সম্পর্ক রাখছিলেন না বলে অভিযোগ জানান পার্থ চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, অনুপম আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক। লিয়েন নিয়ে বিশ্বভারতীতে গিয়ে ২০১৪ সালে দাঁড়িয়ে পড়েন লোকসভা নির্বাচনে। বোলপুর আসনে জিতে সাংসদও হন। কিন্তু না আসাম বিশ্ববিদ্যালয়ের পদ ছাড়েন, না বিশ্বভারতীর। সে নিয়ে দুই বিশ্ববিদ্যালয়েই কম ঝামেলা হয়নি। বিশ্বভারতী তাঁকে চাকরি থেকে বহিষ্কার করে। আসাম বিশ্ববিদ্যালয় চরমপত্র পাঠালে কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রকের ছাড়পত্র নিয়ে সাংসদ থাকা অবস্থাতেই এখানে আসেন কাজে যোগ দিতে। বিশ্ববিদ্যালয় আপত্তি জানালে মামলা ফের কেন্দ্রের কাছে যায়। পরে বিশ্বভারতীর বিরুদ্ধে মামলা জিতে যাওয়ায় আর আসাম বিশ্ববিদ্যালয়ের চিঠি নিয়ে নাড়াচাড়া করেননি।
অনুমান, তিনিও কিছুদিনের মধ্যে বিজেপিতে নাম লেখাবেন।