Barak UpdatesBreaking News
ফের অজ্ঞাত মৃতদেহ উদ্ধার
Another unidentified dead body recovered

২৪ জুন : মধুরা নদী থেকে সোমবার ফের এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। উধারবন্দ থানার অন্তর্গত গোসাইপুর দ্বিতীয় খণ্ডে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
এ দিন সকালে এলাকার কয়েকজন বাসিন্দা মধুরা নদীতে স্নান করতে গিয়ে নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখেন। তারা ঘটনাটি সঙ্গে সঙ্গে উধারবন্দ থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উধারবন্দ থানার সেকেন্ড অফিসার ডিএন বৈশ্য। তিনি মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ দিকে, উদ্ধার হওয়া মৃতদেহটির পরিচয় জানা যায়নি। ফলে আগামী ৭২ ঘন্টা মৃতদেহটি মর্গে রাখা হবে।