Barak UpdatesBreaking News
ফের শিলচরে টাকার ব্যাগ ছিনিয়ে পালাল বাইক আরোহীAnother incident of snatching away bag containing money at Silchar
দিনদুপুরে ধাক্কা দিয়ে, লাথি মেরে মাটিতে ফেলে নিরীহ জনতার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জনতার মধ্যে ক্ষোভ দেখা দেয়। পাশাপাশি উদ্বেগও বেড়ে যায়। নারায়ণবাবু অবশ্য সঙ্গে সঙ্গে থানায় গিয়ে এজাহার দায়ের করেন। এজাহার পড়ছেসবকটি ছিনতাইয়ের ঘটনাতেই। কিন্তু কোনও সুরাহা নেই। লাগাতার পুলিশি ব্যর্থতায় দুষ্কৃতীদের সাহস ও মনোবল বেড়ে চলেছে। আগে বিজেপি বিধায়ক দিলীপকুমার পাল এই ধরনের ঘটনার জন্য ততকালীন পুলিশ সুপার রাকেশ রৌশনের ব্যর্থতাকে দায়ী করেছিলেন। নতুন পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পরও অবস্থার ইতরবিশেষ পরিবর্তন নেই। বরং এর মাত্রা বেড়ে চলেছে।
সবকটি ঘটনা একই কায়দায় ঘটছে। ব্যাঙ্ক থেকে টাকা তুললেই দুষ্কৃতীরা বাইকে অনুসরণ করতে থাকে। সুবিধেমত জায়গায় ছিনিয়ে পালায়। জনতার অনুমান, দুষ্কৃতীরা ব্যাঙ্কেই বসে থাকে। কারা মোটা টাকা তুলছে, খেয়াল করে। পরে তার পেছনে পেছনে এগোতে থাকে। ফলে ব্যাঙ্কগুলিতে সাদা পোশাকের পুলিশ ঘোরাফেরা করলেই ছিনতাইবাজদের ধরে ফেলা সম্ভব। কিন্তু পুলিশ যেন শহরটাকে ছিনতাইবাজদের হাতেই ছেড়ে দিয়েছে।