Barak UpdatesBreaking News

ফের শিলচরে টাকার ব্যাগ ছিনিয়ে পালাল বাইক আরোহী
Another incident of snatching away bag containing money at Silchar

শিলচর, ১৬ মার্চঃ একই কায়দায়, একই শহরে পরপর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশ কোনও ঘটনার কিনারা করতে ব্যর্থ। শুক্রবার সেন্ট্রাল রোড থেকে মহিলার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে শনিবার পৌনে ১২টায় ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। এলআইসি অফিসার নারায়ণ গোস্বামী ন্যাশনাল হাইওয়ে স্থিত ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে ১ লক্ষ টাকা তোলেন। হাঁটতে হাঁটতে আসেন চিত্তরঞ্জন মূর্তির কাছে ফলের দোকানগুলির সামনে। আচমকা দুই যুবক বাইকে তার কাছাকাছি আসে। পেছনে বসে থাকা যুবক তাকে ধাক্কা মেরে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে লাথি মেরে তাকে ফেলে চলে যায়। তিনি উঠতে উঠতে বাইক নিয়ে পালিয়ে যায় এরা। সাধারণ মানুষ বিষয়টি বুঝে ওঠার আগে এলাকাছাড়া হয়ে যায়।

Rananuj

দিনদুপুরে ধাক্কা দিয়ে, লাথি মেরে মাটিতে ফেলে নিরীহ জনতার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জনতার মধ্যে ক্ষোভ দেখা দেয়। পাশাপাশি উদ্বেগও বেড়ে যায়। নারায়ণবাবু অবশ্য সঙ্গে সঙ্গে থানায় গিয়ে এজাহার দায়ের করেন। এজাহার পড়ছেসবকটি ছিনতাইয়ের ঘটনাতেই। কিন্তু কোনও সুরাহা নেই। লাগাতার পুলিশি ব্যর্থতায় দুষ্কৃতীদের সাহস ও মনোবল বেড়ে চলেছে। আগে বিজেপি বিধায়ক দিলীপকুমার পাল এই ধরনের ঘটনার জন্য ততকালীন পুলিশ সুপার রাকেশ রৌশনের ব্যর্থতাকে দায়ী করেছিলেন। নতুন পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পরও অবস্থার ইতরবিশেষ পরিবর্তন নেই। বরং এর মাত্রা বেড়ে চলেছে।

সবকটি ঘটনা একই কায়দায় ঘটছে। ব্যাঙ্ক থেকে টাকা তুললেই দুষ্কৃতীরা বাইকে অনুসরণ করতে থাকে। সুবিধেমত জায়গায় ছিনিয়ে পালায়। জনতার অনুমান, দুষ্কৃতীরা ব্যাঙ্কেই বসে থাকে। কারা মোটা টাকা তুলছে, খেয়াল করে। পরে তার পেছনে পেছনে এগোতে থাকে। ফলে ব্যাঙ্কগুলিতে সাদা পোশাকের পুলিশ ঘোরাফেরা করলেই ছিনতাইবাজদের ধরে ফেলা সম্ভব। কিন্তু পুলিশ যেন শহরটাকে ছিনতাইবাজদের হাতেই ছেড়ে দিয়েছে।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker