Barak UpdatesBreaking News

আরও এক সরকারি ব্লাড ব্যাঙ্ক হল শিলচরে
Another government Blood Bank comes up at Silchar

৪ মার্চঃ আরও একটি সরকারি ব্লাড ব্যাঙ্ক হল শিলচরে। মেডিক্যাল কলেজ হাসপাতালের পর সোমবার নতুন ব্লাড ব্যাঙ্কের উদ্বোধন হল সতীন্দ্রমোহন সিভিল হাসপাতালে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা। ২৪০ ইউনিট রক্ত সংগ্রহ ও মজুতের ব্যবস্থা থাকবে এখানে।

Rananuj

মন্ত্রী হাজারিকা দুদিনের সফর সূচি নিয়ে সোমবার শিলচর আসেন। বিকেলে সোনাইর  কচুদরমে ৩০শয্যা বিশিষ্ট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালের উদ্বোধন করেন l সেখানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাজরিকা বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য সেবায় বিশেষ গুরুত্ব দিয়েছে l নতুন নতুন মেডিকেল কলেজ স্থাপন করছে l চেষ্টা চলছে ডাক্তারের অভাব মেটানোর।

সোমবার উদ্বোধনের পরই  স্থানীয় জনতা মন্ত্রীর কাছে নতুন হাসপাতালে শিশু বিশেষজ্ঞ এবং ১০৮ অ্যাম্বুলেন্স রাখার অনুরোধ জানান। মন্ত্রী হাজরিকা সঙ্গে সঙ্গে এ ব্যাপারে নির্দেশ দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দুই বিধায়ক আমিনুল হক লস্কর ও মিহির কান্তি সোম, জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক সুদীপজ্যোতি দাস, বিজেপির জেলা সভাপতি কৌশিক রায়  প্রমূখ উপস্থিত ছিলেন। রাতে ব্লাড ব্যাঙ্কের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপকুমার পাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ ও বিধায়ক মিহিরকান্তি সোম।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker