Barak UpdatesSportsBreaking News
Annual Sports of Silchar DSA to start from Sundayরবিবার থেকে ডিএসএ-র বার্ষিক ক্রীড়া
২১ ফেব্রুয়ারি; শিলচর ডিএসএ-র ”ঋষিকেশ – শেফালীকণা” বার্ষিক ক্রীড়া শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি (রবিবার)। শিলচর ফুটবল অ্যাকাডেমির মাঠে সকাল ৯ টায় ১৫০০ মিটার দৌড় দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। এর আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। স্কুল – কলেজের ছাত্র -ছাত্রীদের কুচকাওয়াজ, যোগা প্রদর্শন , মশাল দৌড় সহ থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।বার্ষিক ক্রীড়ার অঙ্গ হিসেবে ২৩,২৪ ফেব্রুয়ারি দুদিন চলবে বিভিন্ন ট্র্যাক ও ফিল্ডের খেলা। এতে পুরুষ ও মহিলা বিভাগের প্রত্যেকটি ইভেন্টে রয়েছে প্রাইজমানি।
২৬ ফেব্রুয়ারি এস এম দেব স্টেডিয়ামে হবে উমেশচন্দ্র দাস স্মৃতি প্রাইজমানি কবাডি প্রতিযোগিতা ।২৯ ফেব্রুয়ারি সকাল ছটায় ডিএস এ স্টেডিয়াম থেকে বেরোবে মিনি ম্যারাথন। ওই দিনই দুপুরে হবে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ৷ ডিএসএর মাইনর গেমস শাখা-সচিব উত্তম চৌধুরী সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন৷