NE UpdatesIndia & World UpdatesBreaking News
যৌথ মহড়ায় জাপানি সেনা ভাইরেংটিতেAnnual military exercise between Indian & Japan’s Army at CIJWS in Vairengte
২০ অক্টোবরঃ জাপান থেকে ২৫ জনের সেনা দল ভাইরেংটিতে এসেছে। ভারতীয় জওয়ানদের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবেন তাঁরা। শনিবার কাউন্টার ইন্সারজেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুলে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়েছে। শহর কিংবা জঙ্গলে জঙ্গি দমনে কোন দেশ কী কৌশল গ্রহণ করে, কীভাবে নিজের দেশে জঙ্গি মোকাবিলা করে, সেগুলিই পারস্পরিক বিনিময় হবে ২ নভেম্বর পর্যন্ত। ২৫ জনের জাপানি দলটি সে দেশের ৩৪ নং পদাতিক বাহিনী।
তাদের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে ভারতীয় সেনার ডোগরা রেজিমেন্ট। ভারত বিভিন্ন দেশের সেনাবাহিনীর সঙ্গে এই ধরনের যৌথ মহড়ার আয়োজন করছে। জাপানের সঙ্গে এটি দ্বিতীয় মহড়া। তাতে জঙ্গি দমনে দুই দেশই উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।