Barak UpdatesBreaking News
শিলচরে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারাAnganwadi workers stages protest at Silchar
৮ জানুয়ারি : মাস মাইনে বাড়ানো সহ ১২ দফা দাবি নিয়ে মঙ্গলবার কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা। অসম রাজ্য অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা সংস্থার ব্যানারে চলে এই আন্দোলন কর্মসূচি। এদিন দুপুর পৌনে একটা নাগাদ শহরের অফিসপাড়ায় র্যালি করে পৌঁছান তাঁরা। এর আগে মেহেরপুরের ব্লক অফিসে বিক্ষোভ দেখান সংস্থার কর্মকর্তারা।
দাবি আদায়ে একের পর এক স্লোগানে সরকারের প্রতি ক্ষোভ জাহির করেন আন্দোলনকারীরা। জানান, ইতিমধ্যে দাবি সম্বলিত স্মারকপত্র জেলাশাসকের উদ্দেশ্যে পেশ করা হয়েছে।
সংস্থার সদস্যদের কথায়, স্বল্প মাসোহারা দিয়ে রাত দিন খাটানো হয়। অথচ কেন্দ্রে শিশুদের পড়ানো থেকে শুরু করে ভ্যাকসিনেশন, বিএলও-র দায়িত্ব,জন্মের প্রমাণপত্র, মৃত্যুর প্রমাণপত্র, এনআরসি, গর্ভবতী মহিলাদের খোঁজ-খবর নেওয়া ইত্যাদি সবকিছুতেই ব্যবহার করা হচ্ছে অঙ্গনওয়ারি কর্মীদের। এককথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দায়বদ্ধতা দেখাচ্ছেন তাঁরা। ১৮ হাজার টাকা মাসিক বেতনের দাবি তোলেন তাঁরা। অবিলম্বে দাবি পূরণ না হলে এভাবেই আন্দোলন জারি থাকবে বলেও জানিয়ে দেয় সংস্থা।