Barak UpdatesBreaking News
মহালয়ায় সচেতনতার শোভাযাত্রা বের করল উদয়ের পথেAn awareness rally taken out on Mahalaya by Udoy-er-Pothe
২৮ সেপ্টেম্বরঃ তারা কোনও দুর্গাপূজার আয়োজক নন। কোনও সরকারি দায়িত্বও পাননি যে, সবাইকে সচেতন করতে হবে। তবু মহালয়ার প্রভাতে শোভাযাত্রা বের করে এনজিও উদয়ের পথে। পুরোপুরি ব্যতিক্রমী কর্মসূচি। উদয়ের পথে বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের নিয়ে বেরিয়ে পড়েন তাঁরা।
হাতে হাতে প্ল্যাকার্ড, বেটি বাঁচাও-বেটি পড়াও, ট্রাফিক আইন মেনে চলো, হেলমেট-সিটবেল্ট ব্যবহার করুন, গাছ লাগান, জল-খাবার অপচয় করবেন না ইত্যাদি। ছাত্রছাত্রীদের অভিভাবক এবং বিদ্যানিকেতনের শিক্ষকরাও অনুষ্ঠানে যোগদান করেন।
সংস্থার সদস্যদের মধ্যে শোভাযাত্রায় নেতৃত্ব দেন অমিতাভ দে, সুমন দেব, সুমনা দাস, শিপ্রা চক্রবর্তী, সৌমিত্র চক্রবর্তী, অপু দাস, মমি দেবদত্ত রায়, নিরুপম দে, নবজ্যোতি দে, অমিত অধিকারী, রাজীব নাথ প্রমুখ। তাঁদের কথায়, মহালয়ার প্রভাতে প্রচুর মানুষ রাস্তায় বের হন। সে সময়ে সচেতনতামূলক বার্তাগুলি ছড়ানো গেলে অনেকের কাজে আসবে, সার্বিকভাবে সমাজের মঙ্গল হবে।