India & World UpdatesAnalyticsBreaking News
ভক্ত সমাবেশ ছাড়াই এ বার রথযাত্রা উতসব পুরিতে
Amidst pandemic, Rath Yatra in Puri to be without devotees

৩১ মে : এ বার দর্শনার্থীদের ঢল দেখা যাবে না পুরির পরম্পরাগত রথযাত্রা উৎসবে। শ্রীজগন্নাথ দেব মন্দির পরিচালন সমিতির এক সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে বিষয়টি। ৩০ মে সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়। এতেই বর্তমান করোনা পরিস্থিতিকে সামনে রেখে সীমিত উপস্থিতির মধ্যেই রথযাত্রা উৎসব সেরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সমিতির চেয়ারম্যান গজপতি মহারাজ জানান, লকডাউন ও করোনার ব্যাপক প্রভাব পড়েছে রথযাত্রা উৎসবে। এমনকী রথ তৈরির কাজকেও বহু পেছনে ঠেলে দিয়েছে। ভাইরাসের একের পর এক থাবার জন্য সবকিছু থমকে গিয়েছিল। তবে কেন্দ্র সরকারের অনুমতি নিয়ে ৮ মে থেকে শুরু হয়েছে রথের কাজ। যা সাধারণত, অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়ে যায়। ফলে ২৩ জুন ভগবান জগন্নাথ দেব রথে করে যে বের হচ্ছেন তা নিশ্চিত বলা যায়। তবে সমগ্র বিশ্ববাসীর কাছে আবেগ, ভক্তি ও উচ্ছ্বাসের অন্যতম কারণ সেই অগণিত ভক্ত সমাগম এবার না হওয়ার সম্ভাবনাই প্রবল।
মহারাজের কথায়, অন্যবারের মতো বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারও হবে উৎসবের প্রতিটি মুহূর্ত। হবে না শুধু ভক্ত সমাবেশ। বলেন, সময়ের দাবি মেনে সেবাইত ও প্রশাসনিক কর্মীদের উপস্থিতিতেই উৎসব সম্পন্ন করতে চায় সমিতি। ওডিশা সরকারের সিলমোহর লাগলে তবেই এই সিদ্ধান্ত চূড়ান্ত রূপ পাবে। উল্লেখ্য, অন্যান্য স্থানের মতো পুরি জেলায়ও বাড়ছে করোনা রোগী। ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০ ছাড়িয়েছে জেলায়। ফলে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না শ্রীজগন্নাথ দেব মন্দির পরিচালন সমিতি।