Barak UpdatesBreaking News

সেরা পুজো উপহার দিতে চায় পূর্বপাড়া
Ambikapur exhibits its best puja preparation in Mahalaya

২৮ সেপ্টেম্বর: ধুনুচি নাচ, সুসজ্জিত ঘোড়া নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এসব নিয়ে মহালয়ায় আগমনী সুর ধরল পূর্বপাড়া। লাল পাড়ের শাড়ি পরে ধামাইল দিলেন তরুণ-তরুণীরা। বলতে হয়, শতবর্ষের পুজোয় ঢাকে কাঠি পড়ল দৃষ্টিনন্দন আঙ্গিকে।

আসলে শুরু থেকেই অম্বিকাপুর পূর্বপাড়া শতবর্ষ উদযাপনকে আকর্ষণীয় করে তুলতে আগ্রহী। তাই স্বর্ণালংকার দিয়ে দেবী প্রতিমাকে সাজানো হবে। থাকবে বেশ কয়েক কেজি রুপোর কারুকার্যও। তবে আধুনিক নয়, সর্বাবস্থায় শাস্ত্রীয় ঝলক থাকবে দুর্গা মূর্তিতে। ফলে সেরা প্রতিমা নিয়ে আশাবাদী কমিটির কর্মকর্তারা।

মণ্ডপ, আলোকসজ্জা এসবেও আকর্ষণ বাড়াবে দর্শনার্থীদের। সপ্তমী, অষ্টমী, নবমী তিনদিন দুবেলা হবে মহাপ্রসাদ বিতরণ। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

হরিয়ানার পাঞ্জাবি ঢোল বাড়তি আনন্দ দেবে। স্বচ্ছ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হবে বিভিন্নভাবে। দর্শনার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখবে কমিটি। সবকিছু নিয়ে বলা যায় একটি সেরা পুজো উপহার পাবেন পুজোপ্রেমীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker