Barak UpdatesBreaking News
সামনেই ২৫ বছর পূর্তি, মহর্ষি বিদ্যামন্দিরে গঠিত প্রাক্তনী গ্রুপAlumni Association formed at Maharshi Vidyamandir to celebrating forthcoming silver jubilee
২৯ জুন : গঠিত হল শিলচর মহর্ষি বিদ্যমন্দিরের প্রাক্তনী গ্রুপ। এক সভার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে গ্রুপটি। এতে প্রথমাবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে ২৬ জন সদস্যকে।
শনিবার বিকেলে শিলচর মহর্ষি বিদ্যমন্দিরেই এ উপলক্ষে আয়োজিত হয় সভা। অধ্যক্ষা সমিতা দত্ত মহর্ষি গ্রুপ অব ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা মহেশ যোগীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন শুরুতে। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষিকা কস্তুরী পাল। তিনি স্কুলের প্রাক্তনীদের আন্তরিক টানের কদর করেন। সমিতা দত্ত বিশ্বাস ব্যক্ত করে বলেন, স্কুলের সীমানার বাইরে নিজেদের প্রতিষ্ঠা নিয়ে ব্যস্ত রয়েছে প্রাক্তনীরা। কিন্তু, মহর্ষির দেখানো পথ ভোলেনি তাঁরা। তাই তো বিভিন্ন জায়গা থেকে স্কুলে স্বতঃস্ফূর্তভাবে ছুটে এসেছে তাঁরা। উপলব্ধি ভাগ করেন শিক্ষক বীরেশ্বর ভট্টাচার্যও। পরিবেশিত হয় একটি সমবেত রবীন্দ্র সঙ্গীত।
প্রসঙ্গত, শিলচর মহর্ষি বিদ্যমন্দিরের পঁচিশ বছর পূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন হচ্ছে ১ আগস্ট। বছর ধরে চলবে রজত জয়ন্তীর কর্মসূচি। এর অঙ্গ হিসেবে প্রাক্তনীদেরও একমঞ্চে নিয়ে আসার পরিকল্পনা করেছেন স্কুল কর্তৃপক্ষ। পুরো আয়োজন সফল করে তুলতে প্রাক্তনীদের সক্রিয় সহযোগিতা ও উপস্থিতি জরুরি বলে উল্লেখ করেছেন বিদ্যমন্দিরের অধ্যক্ষা। এ দিনের সভার উদ্দেশ্য ব্যাখ্যা সহ পরিচালনা করেন বিদ্যমন্দিরের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা শতাক্ষী ভট্টাচার্য।