India & World UpdatesBreaking News
গুয়াহাটি, শিলং সহ একাধিক শহরে সিবিআই হানাAlong with Guwahati & Shillong, CBI conducts nationwide raids in 150 places
৩০ আগস্ট : কোনও আগাম নোটিশ ছাড়াই শুক্রবার দেশের বেশ কয়েকটি শহরে অভিযান চালালো সিবিআই। দুর্নীতি দমন অভিযানের অঙ্গ হিসেবেই এ দিন দেশের বিভিন্ন শহরের প্রায় দেড়শটি সরকারি দফতরে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
একটি সূত্রে জানা গেছে, এ দিন সকাল থেকেই অভিযান শুরু করে সিবিআই। মেট্রোপলিটন শহর ছাড়াও ছোট-বড় বেশ কয়েকটি শহরে তল্লাশি চালানো হয়। প্রসঙ্গত, এ দিন সকাল থেকে গুয়াহাটি, শিলং, চন্ডিগড়, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই, পুনে, দেরাদুন, লখনৌ, আমেদাবাদ, শ্রীনগর, দিল্লি, জয়পুর ইত্যাদি শহরে সিবিআই অভিযান চালিয়েছে।
এই তল্লাশি অভিযানে পূর্ত, রেল, বিদ্যুৎ, পরিবহণ, রাজ্য প্রশাসন, আবগারি, দমকল, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, মিউনিসিপাল কর্পোরেশন, জিএসটি ইত্যাদি রয়েছে। অন্যদিকে এক সিবিআই আধিকারিক এই অভিযানকে রুটিন তল্লাশি বলে উল্লেখ করেন।
The Central Bureau of Investigation(CBI) on Friday carried out joint surprise checks at 150 places across the country against corruption. The drive will sensitise all stakeholders about possible avenues of corruption and the difficulties common citizens face while seeking services from such departments, the officials said.
The checks were conducted in Delhi, Jaipur, Jodhpur, Guwahati, Srinagar, Shillong, Chandigarh, Shimla, Chennai, Madurai, Kolkata, Hyderabad, Bengaluru, Mumbai, Pune, Gandhinagar, Goa, Bhopal, Jabalpur, Nagpur, Patna, Ranchi, Ghaziabad, Lucknow and Dehradun.
The departments where surprise checks were conducted included railways, coal mines and coal fields , medical and health care organisations, customs department, Food Corporation of India, and other departments like power, municipal corporations, transport, Directorate of States, fire services, sub-registrar offices, GST department, national highways, Airport Authorities of India, public sector oil companies, Directorate General of Foreign Trades, financial institutions, BSNL, Shipping Corporation, and others.