Barak UpdatesBreaking News

জেলা পরিষদে জয়ীদের সার্টিফিকেট বিতরণ শুক্রবার
All Zilla Parishad winners will be awarded certificates on Friday

১৯ ডিসেম্বরঃ কাছাড়ের জেলা পরিষদে যাঁরা সদ্য নির্বাচিত হয়েছেন, সেই ২৭ নতুন সদস্যকে আগামী ২১ ডিসেম্বর বিজয়ীর সার্টিফিকেট প্রদান করা হবে। বেলা ২টায় জেলাশাসকের কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে ওই সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সঙ্গে হবে পরিচয় পর্বও। জেলা পরিষদ জেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। তাঁরাই জেলার গ্রামীণ এলাকার পরিকল্পনা তৈরি করবেন, আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সেই পরিকল্পনা বাস্তবায়িত করবেন।

এ বার জেলা পরিষদে ১৬জন বিজেপি টিকিটে জয়ী হয়েছেন। বাকি ১১ জন কংগ্রেস প্রার্থী। বিজেপি সদস্যরা হলেন পশ্চিম সোনাইয়ে মানব  সিং, পূর্ব ধলাইয়ে স্বপনকুমার দাস, পশ্চিম ধলাইয়ে লক্ষ্মীরানি যাদব, মধ্য ধলাইয়ে শশাঙ্কচন্দ্র পাল, উত্তর উধারবন্দে ধনঞ্জয় তেলি, পূর্ব উধারবন্দে বিজয়েতা মাহাতো, পশ্চিম উধারবন্দে প্রবাল চন্দ, উত্তর লক্ষ্মীপুরে সুদীপ কুমার, পূর্ব লক্ষ্মীপুরে অনিতা দেবী, দক্ষিণ লক্ষ্মীপুরে শিপ্রা পাণ্ডে, পূর্ব বড়খলায় গীতন নাথ, উত্তর বড়খলায় তাপসী দাস, পশ্চিম কাটিগড়ায় লাভলি চক্রবর্তী, পশ্চিম শিলচরে রামকৃষ্ণ সিনহা, দক্ষিণ কাটিগড়ায় অসীম দত্ত ও পূর্ব আলগাপুরে অমিতাভ রাই।

কংগ্রেসের নতুন জেলা পরিষদ সদস্যরা হলেন আসবিনা বেগম বড়ভুইয়া (পূর্ব সোনাই), মুসলিমা বেগম (উত্তর সোনাই), শেলি বেগম লস্কর (মধ্য সোনাই), কমরুল ইসলাম (দক্ষিণ ধলাই), বেলিয়ারা বেগম (দক্ষিণ উধারবন্দ), আব্দুল করিম চৌধুরী (পশ্চিম লক্ষ্মীপুর ), নাজিমা বেগম (পশ্চিম বড়খলা), তিলকচান্দ দাস (উত্তর কাটিগড়া), নিলুফা খানম বড়ভুইয়া (পূর্ব কাটিগড়া)., কানুরঞ্জন দাস (দক্ষিণ বড়খলা) ও রানি রবিদাস (পূর্ব শিলচর)।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker