NE UpdatesBarak UpdatesBreaking News
১৬ জুলাই পর্যন্ত ট্রেন চলবে না পাহাড় লাইনেAll trains in hill section cancelled till 16 July
১৩ জুলাইঃ ১৬ জুলাই পর্যন্ত পাহাড় লাইনে ট্রেন চলবে না। ওইদিন বেলা ১২টা পর্যন্ত ট্র্যাকে ইঞ্জিনিয়ারিং ব্লক নেওয়া হয়েছে। অর্থাত ইঞ্জিনিয়ারিং সেকশন ধসবিধ্বস্ত এলাকায় ট্র্যাক মেরামতির কাজ করবে। এর দরুন গুয়াহাটি ও শিলচরের মধ্যে চলাচলকারী সমস্ত ট্রেন ১৬ জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে। চলবে না ১৭ জুলাই-র শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস ((৫৫৬১৬) ট্রেনটিও। শনিবার আগরতলা থেকে যে দেওধরগামী এক্সপ্রেস (১৫৬২৬) ও বাঙ্গালোরগামী হামসফর এক্সপ্রেস (১২৫০৪) রওয়ানা হওয়ার কথা ছিল, সেগুলিও বাতিল করা হয়েছে। বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যে ট্রেনটি ১৫ তারিখে ডিব্রুগড় থেকে (১৫৯৪৪) এসে ১৬ তারিখে শিলচর থেকে ডিব্রুগড়ের উদ্দেশে (১৫৯৪৩) রওনা হতো, এর দুদিকের যাত্রাই বাতিল হয়েছে।
শিলচরের স্টেশন সুপার বিপ্লব দাস জানিয়েছেন, শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৩১৭৫)-টিকে শনিবার লামডিঙে আটকে দেওয়া হয়েছে। রবিবার সেটি শিলচরের পরিবর্তে লামডিং থেকেই শিয়ালদহের উদ্দেশে (১৩১৭৪) রওয়ানা হবে। ১৫-১৬ জুলাইও তা-ই করা হবে। একইভাবে শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৩১৭৩)-কে রবিবার লামডিঙেই দাঁড় করিয়ে দেওয়া হবে। পরদিন সেটি (১৩১৭২) লামডিং থেকেই শিয়ালদহ যাবে। দুই জোড়া ট্রেনেরই লামডিং থেকে আগরতলা ও শিলচরের সঙ্গে চলাচল বাতিল করা হয়েছে।
বিপ্লববাবু বিভাগীয় নির্দেশের উল্লেখ করে আরও জানান, ১৬ জুলাই শিলচর থেকে যে তিরুবনন্তপুরম এক্সপ্রেসের (১২৫১৬) রওয়ানা হওয়ার কথা, এর শিলচর-গুয়াহাটি অংশের যাত্রা বাতিল করা হয়েছে। ১৭ জুলাই ভোর ৬টা ২০ মিনিটে গুয়াহাটি থেকে ট্রেনটি তিরুবনন্তপুরমের উদ্দেশে রওয়ানা হবে। একইভাবে ১২ জুলাই বাঙ্গালোর থেকে আগরতলাগামী হামসফর এক্সপ্রেস (১২৫০৩) রওয়ানা হয়েছে, একে কামাখ্যা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। পরে কামাখ্যা ও আগরতলার মধ্যে চলাচল বাতিল করে ১৬ জুলাই সেটি (১২৫০৪) কামাখ্যা থেকে বাঙ্গালোরের উদ্দেশে রওয়ানা হবে। এ ছাড়া, ১৫ জুলাই আগরতলা থেকে যে রাজধানী এক্সপ্রেস (২০৫০১) রওয়ানা হওয়ার কথা, এর আগরতলা-গুয়াহাটি অংশের যাত্রা বাতিল করা হয়েছে। পরদিন সেটি গুয়াহাটি থেকে যথারীতি চলবে। একইভাবে শিলচর থেকে ১৫ জুলাই যে নতুন দিল্লিগামী এক্সপ্রেস (১৫৬০১) ছাড়ার কথা ছিল, তার শিলচর -গুয়াহাটি যাত্রা বাতিল করা হয়েছে। সেটি পরদিন নির্দিষ্ট সূচিতে গুয়াহাটি থেকে চলবে।