Barak Updates
সর্ব ধর্মেরই সমন্বয় ঘটল করিমগঞ্জেAll religious conglomeration takes place at Karimganj
২৯ অক্টোবর: প্রধান অতিথি ছিলেন নেপালের বিরাটনগরের ধর্মগুরু সন্তোষ শর্মা মহারাজ৷ বক্তব্য রাখেন বদরপুর আল জামিয়াতুল ইসলামিয়ার প্রবক্তা মুফতি আব্দুল বাসিত কাসিমি, বদরপুর শান্তিবিহারের অধ্যক্ষ সাক্যবংশ ভিক্ষু, করিমগঞ্জ প্রেসবিটেরিয়ান চার্চের এল্ডার নিমাই দে, ধর্মগুরু সন্তোষ জৈন প্রমুখ৷ পৌরোহিত্য করেন অরূপ বর্ধন ব্রহ্মচারী৷ এর পরে বলার অপেক্ষা রাখে না, গত রবিবার প্রকৃত অর্থেই সর্বধর্ম সমন্বয় সভা অনুষ্ঠিত হয় করিমগঞ্জের মাইজডিহিতে৷ আয়োজক বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা৷ সংগঠনের ছয় বছর পূর্তি উপলক্ষেই এই কর্মসূচির আয়োজন করা হয়৷ বর্ষণমুখর প্রতিকূলতার মধ্যেই অনুষ্ঠানে বেশ সাড়া মেলে৷ সকাল ১১টা থেকে সন্ধ্যা গড়িয়েও নানা অনুষ্ঠান চলে৷
সব ধর্মের প্রতিনিধি স্থানীয়রাই মৈত্রীর বাণী প্রচার করেন৷ সবাই শান্তি-সম্প্রীতির কথাই গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন৷ সংগঠনের সাধারণ সম্পাদক এম এইচ আমির হোসেন, সিডব্লুসির চেয়ারপার্সন গীতা মুখার্জি, এমকে গান্ধী কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী, হাই মাদ্রাসার প্রবক্তা মোস্তাক হোসেন, ডা. মোস্তাফা আহমেদ, গৌতম দেব, মুন্নি ছেত্রী, রিন্টি দাস, আব্দুর রশিদ চৌধুরী, শুক্লা চন্দ, কৃষ্ণারানি চন্দ, পম্পা দাস ভট্টাচার্য, আছহাব উদ্দিন তালুকদার, প্রতিমা শুক্লবৈদ্য, ইস্রাক আহমেদ চৌধুরী, জুনাইদ আহমেদ, মমতা হরিজন, মিনহাজুল ইসলাম, আনোয়ার জাহিদ রুদ্র, কাজি আব্দুল বাছিত এবং ইকবাল বাহার খন্দকারও ঐক্যের কথায় জোর দিয়ে নিজেদের বক্তব্য পেশ করেন৷
সঙ্গীত পরিবেশন করেন ড. প্রিয়াঙ্কা চন্দ ও দীপাঞ্জন দাস৷ কৃতী ছাত্র আবুল ফজল মোহাম্মদ মাসুম, সুরাইয়া খানম ও স্বর্ণালী রায়কে সে দিন সংবর্ধনা জানানো হয়৷ সংবর্ধিত হন শহিদ জগন-যীশু স্মরণে ২১ জুলাই মাতৃভাষার লড়াই শর্ট ফিল্মের প্রস্তুতকারী দীপাঞ্জন দাস, অরিন্দম দে, সৌরভ রায়, নিকিতা নাথকেও৷