Barak UpdatesBreaking News
সোনাইয়ে দুই ওয়ার্ডের সবাই বিজেপিতেAll families of Ward No 7 & 8 in Sonai joins BJP
১৬ আগস্টঃ সোনাই পুরসভার সংখ্যালঘু অধ্যুষিত ৭ ও ৮ নং ওয়ার্ডের সবকটি পরিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছে। এতদিন ওই দুই ওয়া্র্ডে কংগ্রেস একচেটিয়া ভোট পাচ্ছিল। মুসলমান হয়েও জোট বেঁধে সবার বিজেপিতে নাম লেখানোর কারণ হিসেবে তাঁরা স্থানীয় বিধায়ক আমিনুল হক লস্করের কাজকর্মের উল্লেখ করেন। তাঁদের কথায়, উন্নয়নের পাশে থাকতে চান তারা। এ ছাড়া, আমিনুল হককে এরা বিধানসভার উপাধ্যক্ষ মনোনীত করেছে, এও বিজেপির প্রতি আকৃষ্ট করেছে তাঁদের।
পরে আমিনুলবাবু সবাইকে স্বাগত জানিয়ে বলেন, বিজেপি শুনলেই মুসলমানরা ভয় পায়। এ ভয় অহেতুক। এই দল মোটেও সাম্প্রদায়িক নয়। তাঁর প্রশ্ন, এই কয় বছরে গেরুয়াবাহিনীর হাতে কতজন মুসলমান খুন হয়েছেন? আর এর আগে কতজন খুন হয়েছেন? আমিনুলবাবুর কথায়, ওই হিসেব টানলেই স্পষ্ট হয়ে যাবে, কারা বেশি সাম্প্রদায়িক। তিনি ভয় জয় করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সোনাই বিধানসভা এলাকায় এই সময়ে ১ হাজার কোটি টাকার কাজ চলছে বলে দাবি করেন উপাধ্যক্ষ লস্কর। বলেন, এক সঙ্গে এত টাকার কাজ স্বাধীনতার পর কখনও হয়নি। এর পুরো কৃতিত্ব বিজেপির। তাঁর কথায়, এরা মুসলমানদের দূরে সরিয়ে রাখলে এখানে এত কাজ হতো না। আগে পিচের রাস্তা দেখার জন্য মানুষ সোনাবাড়িঘাট যেতেন, এ কথার উল্লেখ করে বলেন, এখন সবার বাড়ির সামনেই পিচঢালাই বড় রাস্তা।
সাংসদ ডা. রাজদীপ রায় দলে নাম লেখানোর বিশাল আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি সোনাইর জনতার পাশে রয়েছেন বলেই দাবি করেন।