Barak UpdatesBreaking News
বাজপেয়ীর ভাবনারই প্রতিফলন ঘটেছে, মন্তব্য কবীন্দ্র পুরকায়স্থের
The Ayodhya verdict is the reflection of Vajpayee’s thought, asserts Kabindra Purkayasthya

৯ নভেম্বরঃ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভাবনারই প্রতিফলন ঘটেছে আজকের অযোধ্যা রায়ে। মন্তব্য করেছেন ১৮ মাসের বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য কবীন্দ্র পুরকায়স্থ। তিনি বলেন, বাজপেয়ী চাইছিলেন, কোনও পক্ষ যেন বঞ্চিত না হন। সেটাই হয়েছে আজ।
শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় এই রায়কে ঐতিহাসিক বলে বর্ণনা করেন। প্রাক্তন বিধায়ক, সারা ভারত এমারতে শররীয়াহ ও নদওয়াতুত তামিরের কর্মকর্তা আতাউর রহমান মাঝারভুইয়া অবশ্য সম্পূর্ণ পায় না পড়ে মন্তব্য করবেন না জানিয়ে দিয়েছেন। বলেন, পূর্ণ রায় এখনও তিনি পাননি। তবে সুপ্রিম কোর্টের রায় যখন, মানতে তো হবেই।