India & World UpdatesHappeningsBreaking News
গ্রামীণ ভারতে ৬ থেকে ৮ সপ্তাহের লকডাউনের সুপারিশ
ওয়েটুবরাক, ১৩ মেঃ শহরের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামীণ ভারতেও করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্তু গ্রামীণ ভারতের পরিকাঠামোগত অভাব দুশ্চিন্তায় রেখেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর ডিজি বলরাম ভার্গবকে। তাই তিনি গ্রামাঞ্চলে টানা ৬ থেকে ৮ সপ্তাহের লকডাউনের সুপারিশ করেছেন। দেশের যে জেলা বা এলাকাগুলিতে সংক্রমণের হার পাঁচ শতাংশ বা তার বেশি, সেখানেই টানা লকডাউন করার পরামর্শ তাঁর। তিনি সতর্ক করে দেন, নইলে অতিমারির প্রকোপ আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে।
করোনার প্রথম ধাক্কার চেয়ে দ্বিতীয় ধাক্কা অনেক বেশি চোখ রাঙালেও, কেবল অর্থনীতির কথা ভেবেই এ যাবৎ সরাসরি লকডাউনের পথে হাঁটতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিছু দিন আগে এইমস-কর্তা রণদীপ গুলেরিয়া লকডাউনের প্রয়োজনের কথা বলেছিলেন। আজ বৃহস্পতিবার মুখ খুললেন আইসিএমআর-এর ডিজি।