Barak UpdatesBreaking News
কংগ্রেসকে ওয়াকওভার দিতেই ১১ আসনে প্রার্থী দিচ্ছে না এআইইউডিএফ!AIUDF refrains from contesting in 11 seats in order to give walkover to Congress!
২৬ মার্চ : আসামের ১৪টি লোকসভা আসনের মধ্যে ৮টি আসনে প্রার্থী দেবে দল। এআইইউডিএফ-এর পক্ষ থেকে দু’দিন আগে এমনটাই বলা হয়েছিল। করিমগঞ্জ, ধুবড়ি ও বরপেটা আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল বলেছিলেন, দু-এক দিনের মধ্যেই শিলচর সহ বাকি ৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তিনি আরও বলেছিলেন, তাঁর দল কংগ্রেস ও বিজেপি থেকে সমদূরত্ব বজায় রেখে চলবে।
কিন্তু হঠাত করেই চিত্রনাট্য বদলে গেল। সোমবার দলের পক্ষ থেকে গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়, তিনটি আসনে নাম ঘোষণা করেই শেষ, আগের কথা অনুযায়ী বাকি ৫টি আসনে আর প্রতিদ্বন্দ্বিতা করবে না এআইইউডিএফ। অর্থাৎ শিলচর সহ রাজ্যের ১১টি আসনে ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়াল এই দলটি। মুখে এআইইউডিএফ কংগ্রেস থেকে দূরত্ব বজায় রেখে চলার কথা বললেও ভেতরে ভেতরে বিজেপি বিরোধী অবস্থানে গিয়ে কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। কারণও স্পষ্ট, আজমল ব্রিগেড থেকে বলা হয়েছে, এআইইউডিএফ যে ১১টি আসনে প্রার্থী দেয়নি, সেগুলোতে শাসক বিজেপিকে আটকাতে সাধারণ মানুষ যেন বিবেক ভোট দেন।
প্রসঙ্গত, ধুবড়ি কেন্দ্রে ভোটে দাড়িয়েছেন আজমল নিজে। বরপেটা আসনে লড়াইয়ের ময়দানে নেমেছেন প্রার্থী ড. হাফিজ রফিকুল ইসলাম। করিমগঞ্জ তফসিলি সংরক্ষিত আসনে এ বারও দলের মনোনয়ন পেয়েছেন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। তবে বরপেটা আসনে গত নির্বাচনে সাংসদের ভাই সিরাজুল উদ্দিন আজমল ভোটে জয়ী হয়ে সাংসদ হলেও এ বার তাঁকে দলীয় টিকিট দেওয়া হয়নি।