Barak UpdatesBreaking News
প্রথম তালিকায় ৩ প্রার্থীর নাম ঘোষণা করল এআইইউডিএফAIUDF declares 3 names in their 1st list
২৪ মার্চঃ আসন্ন লোকসভা ভোটের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল এআইইউডিএফ। শনিবার ঘোষিত তালিকা অনুযায়ী শুধুমাত্র তিনটি আসনের প্রার্থীদের নামই চূড়ান্ত বলে জানিয়েছেন দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল। এই তালিকা অনুযায়ী ধুবড়ি আসনে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বদরুদ্দিন। বাকি দুটি আসনের মধ্যে বরপেটায় ইউডিএফ প্রার্থী ড. হাফিজ রফিকুল ইসলাম। করিমগঞ্জ তফসিলি সংরক্ষিত আসনে এ বারও দলের মনোনয়ন পেয়েছেন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। তবে বরপেটা আসনে গত নির্বাচনে সাংসদের ভাই সিরাজুল উদ্দিন আজমল ভোটে জয়ী হয়ে সাংসদ হলেও এ বার তাঁকে দলীয় টিকিট দেওয়া হয়নি।
প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে আজমল বলেছেন, আগামী দু-তিন দিনের মধ্যে বাকি ৫টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এই আসনগুলো হল শিলচর, নগাঁও, তেজপুর, কলিয়াবর ও মঙ্গলদৈ। প্রসঙ্গত, এআইইউডিএফ দলের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, রাজ্যের ১৪টি আসনের মধ্যে ৮টি আসনে প্রার্থী দেওয়া হবে। তিনি আরও জানান, তাঁর দল ভোটে কংগ্রেস ও বিজেপি থেকে ইউডিএফ সমদূরত্ব বজায় রেখে চলবে।