NE UpdatesAnalyticsBreaking News
সাহায্য পৌছেনি গরিবের ঘরে, সরকারকে দুষলেন দেবব্রতAid has not reached the poor, accuses Debabrata
৬ এপ্রিল : আসাম সরকার অন্য রাজ্যের তুলনায় গরিব লোকদের জন্য প্রয়োজনীয় প্যাকেজ ঘোষণা করেনি। কেন্দ্রীয় সরকারের দেওয়া সাহায্য আসামের বহু গরিব জনগণ বা শ্রমিকের কাছে এখনও পৌঁছেনি। লকডাউনের দ্বিতীয় সপ্তাহের শেষে এই গুরুতর অভিযোগ তুললেন আসাম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া।
তিনি অভিযোগ করে বলেন, রেশন কার্ড না থাকা সবাইকে এক হাজার টাকা করে দেওয়ার কথা সরকারের ঘোষণা করার পর গ্রামাঞ্চলের বহু মানুষ তা পাননি। লকডাউনের ফলে উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়া লোকদের জন্য চিন্তা করতে তিনি রাজ্য সরকারকে আহ্বান জানান।
অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে লকডাউনের ফলে জলসিঞ্চন ও সার প্রয়োগ করার ক্ষেত্রে কৃষকরা বিশেষভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ আনেন তিনি। শইকিয়া বলেন কৃষি বিভাগকে এইসব অঞ্চলে জলসিঞ্চন ও সারের জোগান দেওয়া অত্যন্ত প্রয়োজন।