Barak UpdatesHappeningsBreaking News

১৫-ই মুখ্যমন্ত্রী শিলচরে আসছেন, চা খাবেন অনির্বাণের বাড়িতে

ওয়েটুবরাক, ১২ জুলাই : আগামী ১৫ জুলাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর সফরে আসছেন৷ বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, চানমারিতে গিয়ে চা পান৷

বিষয়টি অত্যাশ্চর্য ঠেকছে চানমারির তরুণ অনির্বাণ দে-র কাছে৷ গত ২৬ জুন বন্যায় যখন গোটা এলাকা জলে থইথই, তখন বিভিন্ন অঞ্চলের মধ্যে মুখ্যমন্ত্রী শর্মা চানমারি রোড ধরেও এগিয়ে যান৷ জলের মধ্যে নেমে তিনি  প্রণবানন্দ বিদ্যামন্দির, হিন্দু মিলন মন্দির এলাকায় অনেকের সঙ্গে কথা বলেন৷ বিষয়টি মনে ধরে এলাকার তরুণ অনির্বাণ দে-র৷ তিনি ঘরে যত্নে রাখা একটি মণিপুরি গামছা নিয়ে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন৷ তখনও তাঁর বাড়ির গেটে নাক সমান জল৷ মুখ্যমন্ত্রী ফেরার সময় ওই জলে সাঁতরে অনির্বাণ গামছা পরিয়ে তাঁকে সংবর্ধনা জানান৷ মুখ্যমন্ত্রী একে অতি মূল্যবান উপহার-সম্মান হিসাবে গ্রহণ করে নিজে থেকে বলেন, “কিছুদিনের মধ্যে শিলচরে আসছি৷ তোমার বাড়িতে চা খেয়ে যাব৷”

একে কথার কথা বলেই ধরে নিয়েছিলেন অনির্বাণ সহ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীরা৷ কিন্তু তিনি হিমন্ত বিশ্ব শর্মা৷ আগামী ১৫ জুলাই শিলচর সফর চূড়ান্ত হতেই জানিয়ে দেন, “সাঁতরে গিয়ে গামছা পরানো ছেলেটার বাড়িতে চা খাবো৷” এরই প্রতিফলন ঘটে মুখ্যমন্ত্রীর শিলচরের কর্মসূচিতে৷ উল্লেখ রয়েছে, চানমারিতে চা পান৷

এই খবরে অনির্বাণ যারপরনাই খুশি৷ বলেন, আমরা সাধারণ জনতা৷ আমাদের কথা দিয়ে যে কথা রাখছেন, এ জন্যই শর্মা ব্যতিক্রমী৷ তিনি আশাবাদী, মুখ্যমন্ত্রীর চা পানে এলাকার উন্নতি হবে৷ কেন্দ্রীয় বিদ্যালয়, দূরদর্শন কেন্দ্র এবং আরও কিছু অফিস থাকার পরও এই এলাকা যে অবহেলিত, চায়ের ফাঁকে তিনি তুলে ধরবেন মুখ্যমন্ত্রীর কাছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker