CultureBreaking News
বাইরে-ভেতরের শিল্পীদের নিয়েই ‘পরম্পরা’ নৃত্যশ্রীর
১৪ জানুয়ারিঃ ‘পরম্পরা-২০১৯’। অনুষ্ঠানের নামকরণটা এমনই ছিল। ‘নৃত্যশ্রী’ সাংস্কৃতিক সংস্থার বার্ষিক এই আয়োজনটি হয়ে গেল শনিবার সন্ধেয়। শিলচরের বঙ্গভবনে। আসলে সংস্কৃতির অঙ্গনে টানা সাতবছর পেরিয়ে গেলেও, বড়সর পরিসরে সংগঠনের এধরনের উদ্যোগ এই প্রথম। প্রদীপ জ্বালিয়ে বিশিষ্টজনেরা উদ্বোধন করেন অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন নৃত্যগুরু শিখা খেরে, দিল্লির নৃত্যশিল্পী বৃন্দা বেহেটি, কলকাতার কণ্ঠশিল্পী শুভাশীষ ভট্টাচার্য, বরাকের নামি সেতার বাদক রাজর্ষি ভট্টাচার্য, তবলা বাদক বিশ্বজিৎ পাল সহ বাসুদেব ভট্টাচার্য, নৃত্যশ্রী’র অধ্যক্ষ নয়ন দাস, জয়ন্তী ভট্টাচার্য প্রমুখ ।
শিখা খেরে বলেন, সংস্থার বদরপুর ও শিলচর উভয় শাখার শিক্ষার্থীদের মিলেমিশে অংশগ্রহণ থাকছে। মূল প্রোগ্রামের আগে যে তাঁর পরিচালনয় কয়েকদিন কর্মশালাও আয়োজিত হয়ে গেছে, জানিয়ে দেন নৃত্যগুরু শিখা।
বাসুদেব ভট্টাচার্যের কথায়, দীর্ঘবছর ধরে শাস্ত্রীয় নৃত্যের তালিম দিয়ে আসছে নৃত্যশ্রী। ছোটখাটো অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলোকে তুলে ধরার প্রয়াস করছে। এবার বড় মঞ্চে পা রেখেছে। উদ্বোধনী ভাগের পর টানা নৃত্যানুষ্ঠান চলে। শিখা খেরে, নয়ন, বৃন্দার একক উপস্থাপনা তো ছিলই, পাশাপাশি শিক্ষার্থীদের গুচ্ছ পরিবেশনাও উপভোগ করেন দর্শক-শ্রোতারা। তবলার সঙ্গে যুগলবন্দিও করেন শিখা। এদিনের অনুষ্ঠানের উপস্থাপনায় নামকরণের সঙ্গে মিল রেখে গুরু-শিষ্য পরম্পরাকে সামনে রাখা হয়।