Barak Updates
জোট ভেঙে বেরিয়ে এল অগপ, ছাড়ল মন্ত্রিত্বও
AGP breaks alliance, leaves ministry

অগপ নেতারা সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেন। বিল নিয়ে আর না এগোতে অনুরোধ করেন। কিন্তু বিজেপি তা না মেনে সংসদে বিল পেশ করে দেয়। বরা বলেন, তার পরে আর জোটে থাকার অর্থ নেই।
তবে বিপিএফ জানিয়ে দিয়েছে, বিজেপির সঙ্গে আমাদের মিত্রতা অটুট থাকছে। ফলে সরকার পড়ার আশঙ্কা নেই। এমনকী, লোকসভা নির্বাচনেও বন্ধুত্ব টিঁকে থাকবে বলে বড়ো নেতা হাগ্রামা মহিলারি জানিয়ে দিয়েছেন।
১২৬ সদস্যের অসম বিধানসভায় অগপর ১৪জন সদস্য রয়েছেন। তাঁদের তিনজন সর্বানন্দ সোনোয়ালের মন্ত্রিসভায় রয়েছেন। তাঁরা হলেন অতুল বরা, ফণীভূষণ চৌধুরী ও কেশব মহন্ত। অনুমান করা হচ্ছে, তাঁরা আজ-কাল তাঁদের ইস্তফা পাঠিয়ে দেবেন।
জোট সরকারের এক বছর পেরোতে না পেরোতেই অগপ মন্তিসভা থেকে ইস্তফার হুমকি দিচ্ছিল। শেষপর্যন্ত তা-ই হল। জোট ভাঙার কথা জানিয়ে সভাপতি অতুল বরা সোমবার দিল্লিতে বলেন, অসম গণ পরিষদ অসমের মানুষের পাশে থাকতে চায়। বিজেপি অসমবাসীর বিরুদ্ধে।
বিজেপির পক্ষ থেকে অবশ্য অগপ-র অবস্থানে তাঁরা বিস্মিত নন বলে মন্তব্য করা হয়েছে। প্রদেশ মুখপাত্র রূপম গোস্বামী বলেন, পঞ্চায়েত নির্বাচনেই তারা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে মন্ত্রিত্বে শরিক থেকেও এককভাবে লড়াই করেছে। তাঁর কথায়, বিলের মোদ্দা কথা না বুঝেই অগপ হইচই জুড়েছে। এ ছাড়া, কেন্দ্র অসমিয়াদের স্বার্থ সুরক্ষায়ও কমিটি গড়ে দিয়েছে। ফলে সমস্যাটা কোথায় বলে পাল্টা প্রশ্ন করেন বিজেপি নেতা।
এ দিকে, নাগরিকত্ব বিল লোকসভায় পেশের প্রতিবাদে অসমিয়াদের যৌথ মঞ্চের সদস্যরা দিল্লির রাজপথে নগ্ন মিছিল বের করে। তাতে নেতৃত্ব দেয় কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। তারা সংসদ ভবনের সামনে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় বিক্ষোভ দেখায়।