Barak UpdatesBreaking News

ফের শিলচরে যুবকের মৃতদেহ উদ্ধার
Again a dead body of a youth recovered at Silchar

১৯ ফেব্রুয়ারি : ফের শিলচরে একটি মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে শহরের ওয়াটার ওয়ার্কস রোডে একটি মৃতদেহ দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকের পরণে ছিল জিন্স ও টি-শার্ট। পায়ে মোজা ছিল। রাস্তার পাশে নালার ধারে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জনগণ মৃতদেহ সন্দেহ করে পাশের সদর থানায় খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।

Rananuj

মৃত যুবকের পরিচয় জানা যায়নি। ফলে কোনও আত্মীয়ের খোঁজখবরের জন্য এটি ৭২ ঘন্টা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হবে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, অতিরিক্ত ড্রাগস সেবনের ফলেই যুবকের মৃত্যু হয়েছে। তবে তদন্তের পরই পুরো বিষয়টি পরিস্কার হবে।


February 19: Once again, a dead body of a youth was recovered at Silchar. On Tuesday morning, local people at Water Works road saw a dead body on the street and informed police. Eye witnesses revealed that the youth had worn a jeans pant T-shirt, shocks and a sports shoe. Police came and recovered the body from near the drain at Water Works Road, Silchar. The body was sent for post-mortem at Silchar Medical college and Hospital.

However, the identity of the dead body was yet to be ascertained. As per norms, the body will be kept in the morgue for 72 hours for identification by his kith and kin. Initial investigation revealed that the youth died probably due to over dose of drugs. Investigation is on for further details.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker