India & World UpdatesAnalyticsBreaking News
গুরুত্বহীন হচ্ছে মাধ্যমিক, নবম থেকে দ্বাদশ ৮ সেমিস্টারHSLC to lose its relevance now, 8 semesters from 9th to 12th standard
২৯ জুলাই : বুধবার মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেয়েছে নয়া জাতীয় শিক্ষানীতি। এর ফলে আমূল বদলে যেতে চলেছে প্রাক প্রাথমিক থেকে দেশের উচ্চশিক্ষার ধরন। নতুন শিক্ষানীতিতে কার্যত গুরুত্বহীন মাধ্যমিক। তবে উচ্চ মাধ্যমিকের গুরুত্ব বাড়ছে। একাদশ-দ্বাদশ শ্রেণিতে কোনও স্ট্রিম থাকছে না।
নতুন জাতীয় শিক্ষানীতিতে ১৫ বছরের স্কুলশিক্ষাকে ভাগ করা হয়েছে ৫+৩+৩+৪ ভাগে। ১২ বছর স্কুলের পঠনপাঠন। ৩ বছরের প্রাইমারি ও অঙ্গনওয়াড়ি শিক্ষা। এখানে প্রাথমিককেও আনা হচ্ছে স্কুলের আওতায়। ক্লাস ওয়ান ও ক্লাস টু-কে রাখা হচ্ছে প্রি-প্রাইমারির মধ্যে। সূত্রের খবর, নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আটটি সেমিস্টারে পড়াশোনা চলবে। ৪ বছরের মধ্যে ৪০টি বিষয়ে পরীক্ষা দিতে হবে।
নয়া শিক্ষানীতির অন্যতম পরিবর্তন হল আঞ্চলিক মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া এবং শিক্ষার মাধ্যম হিসাবে আঞ্চলিক মাতৃভাষাকেই সামনের সারিতে রাখা। নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে, কমপক্ষে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা বা শিক্ষাদানের মাধ্যম হিসাবে আঞ্চলিক বা স্থানীয় মাতৃভাষাকে মাধ্যম করতে হবে। সেটা যদি অষ্টম শ্রেণি বা তার বেশি করা যায়, তাহলে আরও ভাল হয়। সমস্ত স্কুল স্তর ও উচ্চশিক্ষায় সংস্কৃত পড়ার সুযোগ পাবে পড়ুয়ারা। এখানে মানা হবে তিনটি ভাষার নীতি। অর্থাত্ তিনটি ভাষা পড়ানো হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে শিক্ষামহল।