Sports

অস্ট্রেলিয়াকেও হারাল টিম ইন্ডিয়া
After South Africa, Team India defeats Australia

৯ জুনঃ দক্ষিণ আফ্রিকার পরে অস্ট্রেলিয়াকেও হারিয়ে দিল ‘টিম ইন্ডিয়া’। ওভালে প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে চড়েছিল ভারত। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান। অস্ট্রেলিয়া ৩১৬ রানে অল আউট। ৩৬ রানে ম্যাচ বের করে নিলেন কোহালি।

বুমরার বলে বোল্ড হয়ে খোয়াজা প্যাভেলিয়ন ফিরে যাওয়ার পরেই ছন্দ হারাতে থাকে অস্ট্রেলিয়া। ৩৬.৪ ওভারে তাদের তখন ৩ উইকেটে ২০২। স্মিথের সঙ্গে ও প্রান্তে এলেন ম্যাক্সওয়েল। শুরু করেছিলেন স্বাভাবিকই। কিন্তু ভুবির একটা স্পেলই ম্যাচের ছবি বদলে দেয়। ১ ওভারে স্মিথ (৬৯) ও স্টোয়নিসকে (০) তুলে নেন ভুবনেশ্বর কুমার। ম্যাচের রাশ তুলে দেন কোহালির হাতে। তখন ৫ উইকেটে ২৩৮।

ঠিক ৬ রান পরেই ম্যাক্সওয়েলকে (২৮) ফেরত পাঠান পরিবর্ত জাদেজা। অ্যালেক্স ক্যারি (৫৫ নট আউট) খেলে গেলেও জেতাতে পারলেন না।

এ দিন টস জিতে ভারতীয়রা ব্যাট নেন। রোহিত শর্মা খেললেন ৫৭ রানের ইনিংস। শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনিং জুটিতে ১২৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন। পরে ভারতের হাল ধরেন ধাওয়ান ও বিরাট কোহালি। ধাওয়ান এ দিন ৯৬ বলে শতরান করেন। ১১৭ রানে ফেরেন স্টার্কের বলে। তখন ভারতের রান ২ উইকেটে ২২০। পরে  ২৭ বলে ৪৮ রান করেন পাণ্ডিয়া। ধোনি দ্রুত ১৪ বলে ২৭ রান করেন। ৮২ রানে ফিরতে হয় ভারত অধিনায়ককে।

১৯৯৯ বিশ্বকাপে লিডসে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। তার পর বিশ্বকাপে রান তাড়া করে ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। এ দিন ইতিহাসের চাকা ঘুরল অন্য দিকে। ৩৬ রানে ম্যাচ জেতে ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker