Barak UpdatesBreaking News

রাধামাধব কলেজ ছাত্র সংসদে সভাপতি সৌরভ, সাধারণ সম্পাদক অভিজিত
After much turmoil ABVP emerges victorious in Radhamadhab College

৩০ সেপ্টেম্বরঃ রাধামাধব কলেজ ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশে রাত ১২টা পেরিয়ে যায়। শেষে জেলা নির্বাচন অফিসারের উপস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ ঘোষণা করে, সভাপতি পদে সৌরভ কংসবণিক বিজয়ী হয়েছে। সাধারণ সম্পাদক অভিজিত কংসবণিক।

মোট ১১টি আসনের মধ্যে ৪টিতে একজন করে প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন পড়েনি। বাকি ৭টি আসনের জন্য ভোট হয়। সব আসনেই এবিভিপি প্রার্থীরা জয়ী হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪টি তারাই জিতেছিল। অন্যান্য বিজয়ীরা হল উপসভাপতি অঞ্জলি দাস, ক্রীড়া সম্পাদক জয়দীপ দাস, সঙ্গীত-নাটক সম্পাদক মৌমিতা দাস, বয়েজ কমন রুম সম্পাদক ধীরাজ রায় এবং গার্লস কমন রুম সম্পাদিকা সানিয়া পাল।

ফের গণনা শুরু

সভাপতি, সাধারণ সম্পাদক সহ সব আসনে দুইজন করে প্রার্থী ছিল। অন্যরা ‘হিন্দু ছাত্র সংগঠন’-এর ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করে। এনএসইউআই, আকসা, আমসা কেউ এই নির্বাচনে প্রার্থী দেয়নি। হিন্দু ছাত্র সংগঠন তেমন পরিচিত সংগঠন না হলেও সোমবার রাধামাধব কলেজে শেষমুহূর্ত পর্যন্ত লড়ে গিয়েছে। ভোট চলাকালে তারা যেমন নানা সময় এবিভিপি-র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনে, তেমনি গণনা শুরু হতেই তীব্র আপত্তি জানিয়ে গণনাকেন্দ্র থেকে ওয়াকআউট করে।

কলেজ চত্বরে ধরনায় বসে গেলে দুই পক্ষে মারপিট বেঁধে যায়। তড়িঘড়ি পুলিশ-সিআরপিএফ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ছুটে যান জেলা নির্বাচন অফিসার সুদীপ নাথ। হিন্দু ছাত্র সংগঠন তাঁর কাছে প্রিসাইডিং অফিসার ড. কালীপদ দাসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনে। বিভিন্ন ফোটো দেখিয়ে তাঁরা দাবি করে, কালীপদবাবু নিজে নিয়মিত এবিভিপি অফিসে যান। তাদের সভা-সমিতিতে অংশ নেন। অধ্যক্ষও এবিভিপি সদস্য।

চার ঘণ্টা বন্ধ থাকার পর রাতে সাড়ে নয়টায় সুদীপবাবুর উপস্থিতিতে ফের গণনা শুরু হয়। গণনাশেষে এবিভিপি প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। পরাজিতরা বিভিন্ন পদে ১৬০ থেকে ১৮১ ভোট পেয়েছে। জয়ীরা পেয়েছে ২৪৪ থেকে ২৭৫ ভোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker