India & World UpdatesBreaking News

ওড়িশাকে বিধ্বস্ত করে ফণী পশ্চিমবঙ্গের দিকে
After devastating Puri, cyclone Fani advancing towards Bengal

৩ মেঃ পূর্বাভাস ছিল, বিকেল ৩টা নাগাদ ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ফণী। কিন্তু ৫ ঘণ্টা আগেই ছুটে এল অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।  সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ  ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ফণী। ওড়িশার গোপালপুর এবং পুরীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেলা ১২টা পর্যন্ত ওড়িশায় তাণ্ডব চালাবে ফণী। তারপর তটরেখা ধরে পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে।

Rananuj

প্রথম ঝটকাতেই পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎহীন ওড়িশার গোপালপুর সহ বিভিন্ন এলাকা। এখন ফণী এগোবে ওড়িশার ১০ হাজার গ্রাম এবং ৫২টা শহরের ওপর দিয়ে। ওই এলাকা থেকে অবশ্য ১০ লক্ষ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য ৪ হাজার ৮৫২টি আশ্রয়ক্ষেত্র গড়ে তোলা হয়েছে। ওই ১০ লক্ষ মানুষ সেগুলিতেই রয়েছেন।  কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরও কন্ট্রোল রুম খুলেছে। ফণী নিয়ে খবরাখবর বা যে কোনও সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর ১৯৩৮-এ ফোন করতে পারেন বলে সরকারিভাবে জানানো হয়েছে।

৩৪টি বিপর্যয় মোকাবিলা দল, ত্রাণ সামগ্রী-সহ চারটি উপকূলরক্ষী বাহিনীর জাহাজ প্রস্তুত রাখা হয়েছে বিশাখাপত্তনম এবং চেন্নাইয়ে। বিশাখাপত্তনম, চেন্নাই, পারাদ্বীপ, গোপালপুর এবং পশ্চিমবঙ্গের হলদিয়া, ফ্রেজারগঞ্জ এবং কলকাতায় বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন থাকছে। শনিবার পর্যন্ত ১৪৭টি ট্রেন বাতিল করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker