Barak Updates

বঙ্গভবনে বাংলার ডিপ্লোমা কোর্সে ভর্তি ৯ অক্টোবর
Admission to Diploma Course in Bengali at Banga Bhavan on 9 October

২৭ সেপ্টেম্বরঃ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি পরিচালিত দূরশিক্ষণ কেন্দ্রের বাংলা ডিপ্লোমা কোর্সে (ডিসিবিএল) ভর্তি গ্রহণ করা হবে আগামী ৯ অক্টোবর। একদিনেই সকাল ১০টা থেকে বঙ্গভবনে সংশ্লিষ্ট সমস্ত নথিপত্র যাচাই করে ভর্তির ছাড়পত্র দেওয়া হবে। পরে ক্যাশ কাউন্টারে ৫ হাজার টাকা ফি জমা করে ভর্তি হতে হবে। এ বার ৮২জন মনোনীত হয়েছেন। তাঁদের মধ্যে ৬৪ জন লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। বাকিদের মাধ্যমিক পরীক্ষায় বাংলা থাকার দরুন পরীক্ষায় বসতে হয়নি।
Admission to the Diploma Course in Bengali Language (DCBL) conducted by the Cachar District Committee of Barak Upottoka Banga Sahitya O Sanskriti Sammelan is on 9 October. On that day, after verification of all documents, the admission forms will be passed. After that the students will have to deposit an amount of Rs.5 thousand in the cash counter and take admission. This year a total of 82 students were short listed for admission to DCBL out of which 64 of them qualified in the entrance test. The rest were declared ineligible as they did not have Bengali subject in their HSLC.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker