Barak UpdatesBreaking News

শিলচর দূরদর্শন যেমন ছিল, তেমনই থাকবে, সাংসদকে মন্ত্রী

২৪ জুলাই: ওয়েটুবরাক বৃহস্পতিবারই আশঙ্কাটা প্রকাশ করেছিল৷ লিখেছিল, ”একাংশ বুদ্ধিজীবীর অভিমত, চিঠিতে শিলচরের কথা আলাদা করে উল্লেখ নেই। এমন ঘটনা অতীতেও ঘটেছে, উর্ধ্বতন কর্তৃপক্ষ শিলচর কেন্দ্রকে গুয়াহাটিরই ইউনিট ধরে নির্দেশ পাঠায়। ভুল ধরিয়ে দিলে শোধরে নেয়। এ বারও সম্ভবত তা-ই হয়েছে। কিন্তু আদিত্যবাবু বা চন্দ্রিমাদেবী সেই ভুল ধরিয়ে দেওয়ার কথা ভাবছেন না।”

শুক্রবার এরই প্রতিফলন ঘটে৷ শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় জানিয়েছেন, বরাকবাসীর আবেগের কথা শুনে তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর দ্রুত ব্যবস্থা নেন৷ কথা বলেন সংশ্লিষ্টদের সঙ্গে৷ বিকালে মন্ত্রীর ওএসডি এস বাখানি তাঁকে জানিয়েছেন, শিলচর দূরদর্শন কেন্দ্র যেমন ছিল, তেমনই থাকবে৷

এ কি সাংসদ সহ বিভিন্ন পক্ষ দ্রুত নড়াচড়া করায়, নাকি স্থানীয় কর্তাদের বোঝার ভুল? শিলচর দূরদর্শন কেন্দ্রের প্রোগ্রাম হেড চন্দ্রিমা দে এ দিন ফোনই ধরলেন না৷ স্টেশন হেড আরকে আদিত্য জানান, ‘শুক্রবারই শিলচরের নিজস্ব অনুষ্ঠান যাচ্ছে, এ টুকু বলতে পারি৷’ তিনি এর বেশি কিছু বলতেই চাইলেন না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker