Barak UpdatesBreaking News
শিলচরে ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রের অতিরিক্ত অর্থসচিবAdditional Finance Secretary meets bank officials at Silchar
১০ জুলাই : কেন্দ্র সরকারের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সমীর কুমার খারে বুধবার শিলচরে জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরিকে সঙ্গে নিয়ে কাছাড়ের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা সভায় মিলিত হন এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সহ ব্যাংকগুলোর কাজকর্ম সম্পর্কে অবগত হয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন।
এ উপলক্ষে আয়োজিত এই পর্যালোচনা সভায় জেলার ব্যাংকগুলোর লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার অরুণজ্যোতি দে এবং ইউনাইটেড ব্যাঙ্ক, বন্ধন ব্যাংক, দেনা ব্যাঙ্ক, আইসিআইসিআই, এইচডিএফসি, ফেডারেল ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক সহ জেলায় থাকা সব ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর এবং ২০১৯ সনের ৩১ মার্চ পর্যন্ত ব্যাঙ্কগুলির ডিপোজিট, অ্যাডভান্স, সিডি রেশিও ইত্যাদি সম্পর্কে পর্যালোচনা করেন। সভায় অতিরিক্ত সচিব খারে জেলার বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর ব্যাংক ঋণ প্রদান সম্পর্কে জোর দেন এবং কৃষি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনার ওপর গুরুত্ব আরোপ করেন। জেলাশাসক মাদ্দুরী বাকিযাই এর অর্থ আদায়ের জন্য গ্রহীতাদের সঠিক ঠিকানা রাখতে পরামর্শ দেন, যাতে তাদের নোটিশ পাঠানো যেতে পারে।
সভায় জেলায় ব্যাঙ্কগুলির কার্যাবলী সম্পর্কে বিস্তারিত বিবরণ অবহিত হন এবং সার্বিক দিক দিয়ে অগ্রগতি লাভ করতে খারে পরামর্শ দেন।