Barak UpdatesBreaking News

যুব দিবস, জেলাজুড়ে অনুষ্ঠান বিদ্যার্থী পরিষদের
ABVP to observe Youth Day with much fanfare

৬ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কাছাড় জেলায়ও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । জেলার মোট ১০টি শাখায় অনুষ্ঠান আয়োজন করছে বিদ্যার্থী পরিষদ । কাটিগড়া শাখায় ৩ দিনব্যাপী অনুষ্ঠান থাকছে। অনুষ্ঠানমালায় রয়েছে ধামাইল , চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কালাইন শাখায় বিবেকানন্দের প্রতিমূর্তি প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি একই সঙ্গে পালিত হবে। হবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। জয়পুর শাখায় প্রভাতফেরি হবে , ধলাই শাখায় ২ দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান ও ১২ই জানুয়ারি পুরস্কার বিতরণ ।

Rananuj

জেলা কেন্দ্র হিসেবে বিশেষ আকর্ষণ রয়েছে শিলচর শাখায় । রবিবার থেকে কেন্দ্রীয় শাখায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এ দিন শিলচর শহরের তিনটি বিদ্যালয়ে অঙ্কন প্রতিযোগিতায় মোট ১০৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে । অন্যান্য দিনগুলোতে বৃক্ষ রোপণ , পুস্তক বিতরণ , স্বচ্ছতা অভিযান , পথ সুরক্ষা অভিযান থাকবে । ১২ই জানুয়ারি শিলচর সঙ্গীত বিদ্যালয়ে বিকেল ৪টা থেকে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker